Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুন ৬, ২০২৪

বোয়িং–এর স্টারলাইনারে মহাকাশ যাত্রা ভারতকন্যা সুনিতার

আরম্ভ ওয়েব ডেস্ক
বোয়িং–এর স্টারলাইনারে মহাকাশ যাত্রা ভারতকন্যা সুনিতার

অপেক্ষার অবসান। তৃতীয়বারের জন্য মহাকাশে রওনা দিলেন সুনিতা উইলিয়ামস। ফ্লোরিডার কেপ ক্যানভেরাল স্পেস ষ্টেশন থেকে উড়ে গেলেন আন্তর্জাতিক স্পেশ স্টেশনের উদ্দেশ্যে। এ যাত্রায় তাঁর সঙ্গী নাসার অভিজ্ঞ নভশ্চর বাচ উইলমোর । উড়ে গেলেন বোয়িং–এর স্টারলাইনারের মহাকাশযানে।

‘লেটস গো ক্যালিপসো’, মহাকাশযানে পৃথিবীর বাইরে পাড়ি জমানোর আগে এটাই শেষ বেতার বার্তা সুনিতার। আজ ভারতীয় সময় রাত ৯ টা ৪৫ মিনিটে তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে যাবেন।

বোয়িং ডিফেন্স, স্পেস অ্যান্ড সিকিউরিটি-এর প্রেসিডেন্ট ও সিইও টেড কোলবার্ট বলেছেন, ‘ এটি একটি দুর্দান্ত সূচনা। আমরা মহাকাশ স্টেশনে মহাকাশচারীদের নিরাপদ আগমন এবং পৃথিবীতে তাদের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছি।’

অভিযানের আগে ফুরফুরে মেজাজে ছিলেন সুনিতা । নাসা জানিয়েছে, বাচ ও সুনিতা দুজনেই অভিজ্ঞ মহাকাশচারী হলেও তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ নিতে হয়েছে। প্রথম মহিলা হিসেবে সুনিতা এ ধরনের মিশনে উড়ে ইতিহাস সৃষ্টি করলেন। সুনিতার বয়স ষাট ছুঁই ছুঁই,অপরদিকে বাচ ষাট অতিক্রম করেছেন।এর দুই ক্রু সদস্য ছাড়াও, স্টারলাইনার প্রায় ৭৬০ পাউন্ড (৩৪৫ কিলোগ্রাম) পণ্য বহন করেছে।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে নামার আগে উইলমোর ও সুনিতা দুজনেই এক্সপিডিশন-৭১ ক্রিউতে যোগ দেবেন। এই দলে ইতিমধ্যে আছেন মাইকেল ব্যারাট, ম্যাট দমিনিক, ট্রেসি ডাইসন, জেনেট এপ্স, নিকোলাই চাব , আলেকজান্দার গ্রেবেঙ্কিন ও ওলেগ কোননেঙ্কোর মত নভশ্চরেরা।
এক মাস আগে, ৭ মে এই যাত্রা হওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা বিঘ্নিত হয় এবং বিলম্বিত হয়। এ নভশ্চর জুটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক সপ্তাহ থাকার পর পুনর্ব্যবহারযোগ্য ক্যাপসুলের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!