Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ২, ২০২৩

সুনাকের পর ফের আর এক ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপ্রধান, মোদির শুভেচ্ছা বার্তা

আরম্ভ ওয়েব ডেস্ক
সুনাকের পর ফের আর এক ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপ্রধান, মোদির শুভেচ্ছা বার্তা

২০২২-এর অক্টোবরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে অভিষিক্ত হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। এবার আবার আরেক দেশের রাষ্ট্রপ্রধানের পদে কোনও ভারতীয় বংশোদ্ভূত নির্বাচিত হলেন। তিনি থারমান শানমুগারাতনাম। তিনি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, “সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় থারমান শানমুগারাতনামকে হার্দিক অভিনন্দন। ভারত-সিঙ্গাপুর কৌশলী অংশীদারিত্বকে মজবুত করতে ওঁর সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে রয়েছি।”

৭০.৪ শতাংশ ভোট পেয়ে সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হয়েছেন থারমান। ৬৬ বছর বয়সি এই ভারতীয় বংশোদ্ভূত একাধারে রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ। আগামী ৬ বছর তিনি এই দায়িত্বে থাকবেন। ভারতের মতোই সিঙ্গাপুরেও প্রেসিডেন্ট পদটি মূলত আলঙ্কারিক। আর সেই কারণেই দ্বীপরাষ্ট্রটির শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। প্রাথমিক ভাবে তিনি সেই দল পিএপিরই সদস্য ছিলেন। তাঁর ও তাঁর বাবার জন্ম সিঙ্গাপুরেই। যদিও তাঁদের মূল নিহিত রয়েছে ভারতে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!