শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
২০২২-এর অক্টোবরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে অভিষিক্ত হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। এবার আবার আরেক দেশের রাষ্ট্রপ্রধানের পদে কোনও ভারতীয় বংশোদ্ভূত নির্বাচিত হলেন। তিনি থারমান শানমুগারাতনাম। তিনি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Hearty congratulations @Tharman_s on your election as the President of Singapore. I look forward to working closely with you to further strengthen the India-Singapore Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) September 2, 2023
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, “সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় থারমান শানমুগারাতনামকে হার্দিক অভিনন্দন। ভারত-সিঙ্গাপুর কৌশলী অংশীদারিত্বকে মজবুত করতে ওঁর সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে রয়েছি।”
৭০.৪ শতাংশ ভোট পেয়ে সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হয়েছেন থারমান। ৬৬ বছর বয়সি এই ভারতীয় বংশোদ্ভূত একাধারে রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ। আগামী ৬ বছর তিনি এই দায়িত্বে থাকবেন। ভারতের মতোই সিঙ্গাপুরেও প্রেসিডেন্ট পদটি মূলত আলঙ্কারিক। আর সেই কারণেই দ্বীপরাষ্ট্রটির শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। প্রাথমিক ভাবে তিনি সেই দল পিএপিরই সদস্য ছিলেন। তাঁর ও তাঁর বাবার জন্ম সিঙ্গাপুরেই। যদিও তাঁদের মূল নিহিত রয়েছে ভারতে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34