Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৯, ২০২৪

ডোপিংয়ের অভিযোগ থেকে মুক্ত শালু চৌধুরি, উঠে গেল ৪ বছরের নির্বাসন

আরম্ভ ওয়েব ডেস্ক
ডোপিংয়ের অভিযোগ থেকে মুক্ত শালু চৌধুরি, উঠে গেল ৪ বছরের নির্বাসন

ডোপিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেলেন মাঝারি পাল্লার দৌড়বিদ শালু চৌধুরি। ন্যাশনাল অ্যান্টি–ডোপিং এজেন্সির অ্যাপিল প্যানেল তাঁকে ডোপিংয়ের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। ডিএনএ পরীক্ষায় জানা গেছে, শালু চৌধুরির প্রস্রাবের নমুনা সংগ্রহের সময় তা বিকৃত হয়েছিল।
২০২২ সালে ডোপ পরীক্ষায় বয়র্থ হন ৮০০ মিটারে জাতীয় পদক বিজয়ী শালু চৌধুরি। তাঁর মূত্রের নমুনায় একটি উদ্দীপক এবং পেপটাইড হরমোনসহ দুটি নিষইদ্ধ  পদার্থের এরপর তাঁকে ৪ বছরের জন্য নির্বাসিত করে জাতীয় ডোপ বিরোধী সংস্থা। জাতীয় ডোপ বিরোধী সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটির কাছে আবেদন করেছিলেন শালু চৌধুরি। তাতেও সুরাহা হয়নি। ২০২৩ সালের এপ্রিলে তাঁর নির্বাসনের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এরপর শালু চৌধুরি অ্যাপিল প্যানেলের কাছে আবেদন করেন, তাঁর মূত্রের নমুনার ডিএনএ পরীক্ষার জন্য।
শৃঙ্খলা কমিটি দ্বারা প্রত্যাখ্যান করা আবেদন আপিল প্যানেল দ্বারা গৃহীত হয়েছিল। অবশেষে লন্ডনের কিংস কলেজের ফরেনসিক বিভাগে মূত্রের নমুনার ডিএনএ পরীক্ষা হয়। আগে বিশ্লেষণ করা মূত্রের নমুনা থেকে A এবং B নমুনাগুলি অত্যন্ত দুর্বল আংশিক ডিএনএ প্রোফাইল তৈরি করেছিল। একই অনুপাতে দুটি মহিলা ব্যক্তির মিশ্রণ হিসাবে উপস্থাপন করে। জাতীয় ডোপ বিরোধী সংস্থার কৌঁসুলি ডিএনএ রিপোর্টের ফলাফলকে চ্যালেঞ্জ করেননি।
শুধু ৪ বছরের নির্বাসন তুলে নেওয়াই নয়, আ্যাপিল প্যানেল ১০ দিনের মধ্যে ডিএনএ পরীক্ষার জন্য শালু চৌধুরির কাছ থেকে নেওয়া দেড় লক্ষ টাকাও ফেরত দেওয়ার জন্য নাডাকে নির্দেশ দিয়েছে। ডোপিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেলেও দু–দুটি বছর নষ্ট হয়েছে শালু চৌধুরির, যা একজন ক্রীড়াবিদের কাছে চরম ক্ষতিকর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!