Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৫, ২০২৪

ইংল্যান্ডের বাজবলের জবাবে ভারতের ভরসা তিন স্পিনার

আরম্ভ ওয়েব ডেস্ক
ইংল্যান্ডের বাজবলের জবাবে ভারতের ভরসা তিন স্পিনার

বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যেই ইংল্যান্ডের বাজবল ক্রিকেট দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। ভারতের বিরুদ্ধে বাজবল ক্রিকেট দিয়েই বাজিমাত করতে চায় ভারত। অন্যদিকে ভারতের লক্ষ্য স্পিন দিয়েই ইংল্যান্ডকে ধরাশায়ী করা। হায়দরাবাদে তিন স্পিনার নিয়ে মাঠে নামতে চলেছে ভারত। কিন্তু প্রশ্ন একটাই বিরাট কোহলির পরিবর্তে খেলবেন কে?

কোহলির পরিবর্তে রজত পতিদারকে দলে নেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পতিদারের মতো তরুণকে কি মাঠে নামিয়ে দেওয়া উচিত হবে? রোহিত অবশ্য রজত পতিদারকে খেলানোর পক্ষে। ম্যাচের আগে দিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “প্রথমে ভেবেছিলাম সিনিয়র কোনও ক্রিকেটারকে খেলাব। কিন্তু চেনা পরিবেশে জুনিয়রদের সুযোগ দেওয়া উচিত।

ইংল্যান্ডের বাজবল ক্রিকেট নিয়ে কোনও আগ্রহ নেই ভারত অধিনায়ক রোহিত শর্মার। তিনি বলেন, “ইংল্যান্ড কোন পদ্ধতিতে খেলবে তা নিয়ে আমাদের কোনও আগ্রহ নেই। আমরা নিজেদের খেলার ওপর ফোকাস করছি। ইংল্যান্ড একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিলেও ভারত এখনও প্রথম একাদশ ঠিক করে উঠতে পারেনি। অধিনায়ক রোহিত শর্মাও প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন। তবে ভারত যে তিন স্পিনার নিয়ে মাঠে নামছে সেটা পরিষ্কার। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে রবীন্দ্র জাদেজা খেলছেন। তবে তৃতীয় স্পিনার কে হবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। লড়াই কুলদীপ যাদবের সঙ্গে অক্ষর প্যাটেলের। তবে কিছুটা এগিয়ে রয়েছেন কুলদীপ। আবার অক্ষর প্যাটেলের খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ ব্যাটিংয়ের কথা মাথায় রাখতেই হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। একেই কোহলি নেই। ফলে ব্যাটিং শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়বে। তাই অক্ষরকে খেলানোর ভাবনা ঘুরপার খাচ্ছে। দুই জোরে বোলার মহম্মদ সিরাজ ও বুমরা।

তবে রোহিতের ভোট কুলদীপের দিকে। তাঁর মতে এই ধরনের পরিবেশে কুলদীপ এক্স-ফ্যাক্টর হতে পারে। রোহিত বলেন, “এই ধরনের উইকেটে কুলদীপ যাদব কার্যকরী ভূমিকা নিতে পারে। তবে অক্ষর প্যাটেলের ব্যাটিংয়ের কথাও মাথায় রাখতে হচ্ছে। সব ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!