Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১, ২০২৩

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষিত, তিন ফরম্যাটে তিন নেতা ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষিত, তিন ফরম্যাটে তিন নেতা ভারতের

প্রত্যাশামতোই দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিলেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে টেস্ট সিরিজে দুজনই খেলবেন। টেস্টে রোহিত শর্মাই দলকে নেতৃত্ব দেবেন। একদিনের সিরিজে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে লোকেশ রাহুলকে। আর টি২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়া চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন না। তাই সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবকে বেছে নিয়েছেন নির্বাচকরা। অর্থাৎ তিন ফরম্যাটে তিনজন অধিনায়কের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বৃহস্পতিবার দল নির্বাচন করতে বসেছিলেন নির্বাচকরা। কোহলি আগেই বোর্ডের কাছ থেকে সাদা বলের ক্রিকেটে বিশ্রাম চেয়েছিলেন। রোহিত শর্মাকেও সাদা বলের ক্রিকেটে খেলার জন্য রাজি করাতে পারেননি নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার। জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে রোহিতকে আবার খেলার জন্য অনুরোধ করা হবে।

যে টেস্ট দল ঘোষণা করা হয়েছে, তাতে উল্লেখযোগ্য দিক হল নতুন মুখ ঋতুরাজ গায়কোয়াড়। বাদ পড়েছেন অজিঙ্ক রাহানে। চেতেশ্বর পূজারারও দলে সুযোগ হয়নি। টেস্টের দলে নেই কুলদীপ যাদবও। সহ অধিনায়ক যশপ্রীত বুমরা। একদিনের দলে প্রত্যাবর্তন হয়েছে সঞ্জু স্যামসনের। ঋতুরাজ গায়কোয়াড়, বি সাই সুদর্শন, রজত পতিদার, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল রয়েছেন একদিনের দলে। তবে একদিনের দলে জায়গা হয়নি সূর্যকুমারের। টি২০ ও টেস্ট দলে শুভমান গিল রয়েছেন। তবে একদিনের দলে তাঁকে রাখা হয়নি। একদিনের দলে দলে নেই ঈশান কিষাণও। তবে টি ২০ ও টেস্ট দলে রয়েছেন।
ঘোষিত টেস্ট দল:‌ রোহিত শর্মা (‌অধিনায়ক)‌, বিরাট কোহলি, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, ইশান কিশান (‌উইকেটকিপার)‌, লোকেশ রাহুল (‌উইকেটকিপার)‌, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ সামি, যশপ্রীত বুমরা (‌সহ–অধিনায়ক)‌, প্রসিদ্ধ কৃষ্ণ।

টি২০ দল:‌ শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (‌অধিনায়ক)‌, রিঙ্কু সিং, ইশান কিশান (‌উইকেটকিপার)‌, জিতেশ শর্মা (‌উইকেটকিপার)‌, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।

একদিনের দল:‌ ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পতিদার, লোকেশ রাহুল (‌অধিনায়ক)‌, রিঙ্কু সিং, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন (‌উইকেটকিপার)‌, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আবেশ খান, মুকেশ কুমার, অর্শদীপ সিং, দীপক চাহার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!