- বি। দে । শ
- মে ৬, ২০২৪
অস্ট্রেলিয়া ছুরিকাঘাতে নিহত তরুণ ভারতীয় পড়ুয়া

অস্ট্রেলিয়ায় আবার নিহত ভারতীয় ছাত্র। হরিয়ানার কারনালের ২২ বছর বয়সী এমটেক পাঠরত ছাত্র নভজিৎ সান্ধু ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তাঁকে খুনের অভিযোগে অস্ট্রেলিয়ার পুলিশ দুই ভারতীয় বংশোদ্ভূত ভাইকে খুঁজছে, যারা সান্ধু হত্যার সাথে জড়িত বলে জানা গেছে। অভিযুক্ত হামলাকারী দুজনই কারনালের বাসিন্দা।
বাড়ি ভাড়ার সমস্যা নিয়ে ভারতীয় ছাত্রদের মধ্যে ঝামেলা চলছিল। সেই ঝামেলায় হস্তক্ষেপ করার সময় সান্ধুকে অন্য একজন ছাত্র ছুরি দিয়ে আক্রমণ করে। বুকে ছুরি দিয়ে আঘাত করা হয়। ঘটনার পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে দুজনকে ছুরিকাহত অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই মারা যান নভজিৎ সান্ধু।
নভজিতের মামা যশবীর সংবাদমাধ্যমকে বলেন, ‘নভজিতের বন্ধু আর এক ভারতীয় ছাত্র নভজিতকে তার বাড়িতে গাড়ি নিয়ে কিছু জিনিসপত্র নিতে বলেছিল। বন্ধু ভিতরে যাওয়ার পরপরই নভজিত চিৎকার শুনতে পায় এবং দেখেন যে সেখানে হাতাহাতি হচ্ছে। নভজিত হস্তক্ষেপ করার চেষ্টা করলে তাকে ছুরি দিয়ে বুকে আঘাত করা হয়।’
অস্ট্রেলিয়ায় ছুরিকাঘাতের শিকার ২২ বছর বয়সী নভজিৎ দেড় বছর আগে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তার মামা যশবীর জানান, সান্ধুর বাবা ছেলের পড়াশোনার জন্য দেড় একর জমি বিক্রি করে দিয়েছিলেন। ভিক্টোরিয়া পুলিশ বলেছে যে, তাদের হোমিসাইড স্কোয়াডের গোয়েন্দারা মেলবোর্নের দক্ষিণ–পূর্বে অরমন্ডে ছুরিকাঘাতের পর দুজন ব্যক্তির তথ্য এবং ছবি শেয়ার করছেন। অভিজিৎ এবং রবিন গার্টান নামে পরিচিত ব্যক্তিরা ভারতীয় বংশোদ্ভূত। ঘটনার পরপরই দুজন এলাকা ছাড়া। রবিবার ভোরে দুজনকে অরমন্ড এলাকায় শেষ দেখা গিয়েছিল৷ পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তির অবস্থান সম্পর্কে তথ্যর জন্য জনসাধারণের কাছে আবেদন করেছে। যদিও তদন্তকারীরা এখনও ঝামেলার সঠিক কারণ নির্ধারণ করতে পারেনি।
❤ Support Us