- বি। দে । শ
- মে ১৪, ২০২৪
গাজায় নিহত রাষ্ট্রপুঞ্জের ভারতীয় কর্মী, শোক প্রকাশ মহা সচিবের

ইসরায়েল-হামাস যুদ্ধের বলি হলেন একজন ভারতীয় । মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে গাজায় যুদ্ধ চলাকালীন তাদের এক ভারতীয় কর্মীর গাড়ি রাফায় আক্রান্ত হয়। মৃত্যু হয় ওই কর্মীর । ইসরায়েল হামাস যুদ্ধ চলাকালীন এই প্রথম কোনো অনাবাসী ভারতীয় প্রাণ হারালেন।
মঙ্গলবার সকালে ওই ভারতীয় ব্যক্তিসহ রাষ্ট্রপুঞ্জের গাড়িটি রাফা অঞ্চলের ইউরোপীয় হাসপাতালের দিকে যাচ্ছিল। যাত্রা পথেই হামলাকারীদের হাতে প্রাণ হারালেন জাতিসংঘের নিরাপত্তা বিভাগের ওই কর্মী। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুয়েতেরেস ভারতীয় কর্মকর্তা ও আহত অন্যান্য সহযাত্রী – কর্মীদের উদ্দেশ্যে গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
মহা সচিব সমবেদনা জানানোর পাশাপাশি মানবাধিকার কর্মীদের নিরাপত্তা ও চাহিদা দুই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। দুর্গত এলাকাগুলিতে ত্রাণ ও সহযোগিতা পৌঁছে দেওয়ার বিপুল সংখ্যক কর্মী নিযুক্ত। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন,’গাজায় আমাদের সহকর্মীদের মধ্যে একজন প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন। এই যুদ্ধে এখনও পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের ১৯০ জন কর্মীদের আমরা হারিয়েছি। এই সব মানুষদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব ।’
জাতিসংঘের সাধারণ অধিবেশনে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, ইসরায়েল হামাসের যুদ্ধে ইতিমধ্যে বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। মৃতদের মধ্যে সর্বাধিক নারী ও শিশু। এই ঘটনা কখনই কাম্য নয়। আমরা তীব্রভাবে এর প্রতিবাদ জানাচ্ছি। যে কোনো পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন কখনই আমাদের ভুলে যাওয়া উচিত নয়।
❤ Support Us