- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৬, ২০২৪
প্যারিস অলিম্পিকে ৪x৪০০ মিটার রিলেতে ছাড়পত্র জোগাড় করে নিল ভারতের পুরুষ ও মহিলা দল

প্যারিস অলিম্পিকে অংশগ্রহনের ছাড়পত্র জোগাড় করে নিল ভারতের পুরুষ ও মহিলাদের ৪x৪০০ মিটার রিলে দল। বিশ্ব অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরমেন্স করার সুবাদে এই ছাড়পত্র পেয়েছে। এই নিয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এখনও পর্যন্ত ১৯ জন ভারতীয় অলিম্পিকে অংশগ্রহনের সুযোগ পেলেন।
বিশ্ব অ্যাথলেটিক্সে অলিম্পিকের বাছাই পর্বে গুরুত্বপূর্ণ দ্বিতীয় রাউন্ডে ভারতের পুরুষ ও মহিলা রিলে দল নিজ নিজ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে। রূপল চৌধুরী, এমআর পুভাম্মা, জ্যোথিকা শ্রী ডান্ডি এবং শুভা ভেঙ্কটেশনের সমন্বয়ে তৈরি মহিলা রিলে দল ব্যতিক্রমী পারফরমেন্স দেখিয়েছে। ৪x৪০০ মিটার রিলেতে তারা সময় ৩ মিনিট ২৯.৩৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে। এটা জাতীয় রেকর্ড। প্রথম স্থানে শেষ করেছে জামাইকা। জামাইকার দল সময় নিয়েছে ৩ মিনিট ২৮.৫৪ সেকেন্ড। ভারতীয় মহিলা দলের এই দুর্দান্ত পারফরমেন্স শুধুমাত্র দ্বিতীয় স্থানে শেষ করতে সাহায্য করেনি, মর্যাদাপূর্ণ প্যারিস গেমসের জন্য যোগ্যতাও সুরক্ষিত করেছে, যা তাদের অ্যাথলেটিক ক্যারিয়ারে একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে।
মহিলা দলের পদাঙ্ক অনুসরণ করে পুরুষ দলও দুর্দান্ত পারফরমেন্স করেছে। মহম্মদ আনাস ইয়াহিয়া, মহম্মদ আজমল, অরোকিয়া রাজীব এবং আমোজ জ্যাকবের সমন্বয়ে গঠিত ভারতীয় দলও দ্বিতীয় স্থানে শেষ করেছে। সময় নিয়েছে ৩ মিনিট ৩.২৩ সেকেন্ড। প্রথম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র সময় নিয়েছে ২ মিনিট ৫৯.৯৫ সেকেন্ড। ভারতীয় দলকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। কারণ, বাছাই পর্বের প্রথম রাউন্ডের সময় দ্বিতীয় লেগ রানার রাজেশ রমেশের পেশিতে টান লেগেছিল। দ্বিতীয় রাউন্ডে তাঁকে ছাড়াই নামতে হয় ভারতকে।
❤ Support Us