Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ৫, ২০২৩

বিশ্ব তিরন্দাজিতে ইতিহাস ভারতের মহিলা কম্পাউন্ড দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্ব তিরন্দাজিতে ইতিহাস ভারতের মহিলা কম্পাউন্ড দলের

বিশ্ব তিরন্দাজি প্রতিযোগিতায় ইতিহাস তৈরি করল ভারতের মহিলা দল। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কম্পাউন্ড বিভাগে সোনা জিতেছে। চরম প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনালে মেক্সিকোকে হারিয়েছে ২৩৫–২২৯ ব্যবধানে। চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের এটাই প্রথম সোনা।
ফাইনালে ওঠার পথে কঠিন লড়াই করতে হয়েছিল ভারতীয় দলকে। প্রথম রাউন্ডে বাই পেলেও প্রি–কোয়ার্টার ফাইনালে তুরস্কের মুখোমুখি হতে হয়েছিল ভারতীয় মহিলা কম্পাউন্ড দলকে। কোয়ার্টার ফাইনালে ভারতের সামনে ছিল শক্তিশালী চাইনিজ তাইপে। আর সেমিফাইনালের প্রতিপক্ষ ছিল গতবারের চ্যাম্পিয়ন কলম্বিয়া। সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে কলম্বিয়াকে ২২০–২১৬ ব্যবধানে হারিয়ে ফাইনালের ছাড়পত্র পায় ভারত।
সোনাজয়ী ভারতের কম্পাউন্ড দলে ছিলেন পরণীত কাউর, অদিতি গোপীচাঁদ স্বামী ও জ্যোতি সুরেখা ভেন্নম। দেশকে সোনা এনে দিতে পেরে খুশি অদিতি গোপীচাঁদ। তিনি বলেন, ‘‌সেমিফাইনালে গতবারের চ্যম্পিয়ন কলম্বিয়াকে হারানোর পর আমাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। আমরা প্রত্যেকেই শুটিংয়ের ওপর বাড়তি ফোকাস রেখেছিলাম।’‌ অদিতি, জ্যোতি ও পরণীত এবার ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অদিতিদের সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। টুইটারে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘‌আবহাওয়াসহ নানা প্রতিকূলতা জয় করে যে আত্মবিশ্বাস ও দক্ষতার মাধ্যমে তিরন্দাজরা দেশকে এই সাফল্য এনে দিয়েছে, তা অনুপ্রেরণার। ভবিষ্যতের জন্য ওদের শুভেচ্ছা রইল।’‌


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!