- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২০, ২০২৪
জাপানের কাছে হেরে প্যারিস অলিম্পিকের স্বপ্নভঙ্গ ভারতীয় মহিলা হকি দলের
২০২৪ প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ভারতীয় মহিলা হকি দল। শুক্রবার অলিম্পিকের যোগ্যতা অর্জন প্রতিযোগিতার তৃতীয় স্থানের ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। জিতলেই প্যারিসের ছাড়পত্র এসে যেত সবিতাদের। ১–০ ব্যবধানে হেরে প্যারিস যাওয়ার স্বপ্নভঙ্গ ভারতের। ২০১২ সালের পর এই প্রথম ভারতীয় মহিলা হকি দলকে অলিম্পিকে দেখা যাবে না।
টোকিও অলিম্পিকে অল্পের জন্য ব্রোঞ্জ আসেনি। চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। সবিতা, দীপিকারা স্বপ্ন দেখেছিলেন প্যারিস থেকে পদক নিয়ে আসার। কিন্তু যোগ্যতাই অর্জন করতে পারল না ভারত। বৃহস্পতিবার জার্মানির কাছে সেমিফাইনালে পেনাল্টি শুট আউটে হারতে হয়েছিল ভারতকে। শুক্রবার তৃতীয় স্থানের ম্যাচে জামানকে হারালেই প্যারিসের ছাড়পত্র এসে যেত। অলিম্পিক যোগ্যতা অর্জন প্রতিযোগিতা থেকে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান ছাড়পত্র পেল।
এদিন ভারতের বিরুদ্ধে ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে জাপান। ২ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল জাপান। ভারতের গোলকিপার সবিতা পুনিয়া বেরিয়ে এসে নিশ্চিত গোল বাঁচান। ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে জাপানকে এগিয়ে দেন কানা উরাতা। জাপানের আক্রমণে ভারতীয় রক্ষণ যথেষ্ট চাপে ছিল। ম্যাচের ১২ মিনিটে ভারত প্রথম সুযোগ পায়। লালরেমসিয়ামি সহজ সুযোগ নষ্ট করেন।
দ্বিতীয় কোয়ার্টারে ভারত কিছুটা খেলায় ফেরে। পরপর দুটি পেনাল্টি কর্নার আদায় করে। যদিও গোলে রূপান্তরিত করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারের ৬ মিনিটের মাথায় ভারত আরও একটা পেনাল্টি কর্নার পায়। কিন্তু দীপিকা জাপানের গোলকিপার নাকামুরাকে পরাস্ত করতে পারেননি। তৃতীয় কোয়ার্টারে বারবার আক্রমণ তুলে নিয়ে এসে জাপানকে প্রচণ্ড চাপে ফেলেছিল ভারত। কিন্তু গোল তুলে নিতে পারেনি।
শেষ দিকে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। খেলার শেষ ১১ মিনিটে ভারত তিনটি পেনাল্টি কর্নার আদায় করে। কিন্তু দীপিকা ও উদিতার খারাপ রেকর্ড অব্যাহত থাকে। ম্যাচ শেষ হওয়ার দেড় মিনিট আগে সালিমা তেতে সমতা ফেরানোর সেরা সুযোগ পেয়েছিলেন। সামনে জাপান গোলকিপারকে একা পেয়েও বাইরে মারেন। ম্যাচে এদিন মোট ৯টি পেনাল্টি কর্নার পায় ভারত। একটাও কাজে লাগাতে পারেনি।
১৯৮০ সালে মস্কো অলিম্পিকে প্রথম মহিলা হকি অন্তর্ভূক্ত হয়। সেই থেকে ভারত মোট তিনবার খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০১৬ রিও অলিম্পিকে ভারত ১২ নম্বরে শেষ করেছিল। আর টোকিওতে দুরন্ত খেলে চতুর্থ।
❤ Support Us