- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৮, ২০২৪
শেফালি, তিতাসদের ধারাবাহিকতার অভাবেই সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া
মহিলাদের ক্রিকেটে সিরিজের প্রথম টি২০ ম্যাচে ৮ উইকেটে বিধ্বস্ত, দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার। ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, তিতাস সাধু, শ্রেয়াঙ্কা পাটিলদের ধারাবাহিকতার অভাবই ডোবাল ভারতকে।
দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য সাহায্য করেনি ভারতকে। অস্ট্রেলিয়া টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ডার্সি ব্রাউনের পরিবর্তে এদিন কিম গার্থকে প্রথম একাদশে নিয়ে আসে অস্ট্রেলিয়া। তিনিই দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন। দ্বিতীয় ওভারেই শেফালি ভার্মাকে (১) তুলে নেন। ক্রিজে নেমেই আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করেন জেমাইমা রডরিগেজ (৯ বলে ১৩)। চতুর্থ ওভারে তাঁকেও তুলে নেন কিম গার্থ। তাঁর জন্যই শুরুতে চাপে পড়ে যায় ভারত।
স্মৃতি মান্ধানাকে বড় রান করার সুযোগ দেননি সাদারল্যান্ড। ২৬ বলে ২৩ রান করে আউট হন স্মৃতি। একদিনের সিরিজের মতো টি২০ সিরিজেও ব্যাটে রানের খরা অব্যাহত অধিনায়ক হরমনপ্রীত কাউরের (৬)। ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। বাংলার দুই ক্রিকেটার রিচা ঘোষ (১৯ বলে ২৩) ও দীপ্তি শর্মার (২৭ বলে ৩০) সৌজন্যে ২০ ওভারে ১৩০/৮ রানে পৌঁছতে সমর্থ হয়। অস্ট্রেলিয়ার হয়ে দারুণ বোলিং করেন সাদারল্যান্ড (২/১৮) ও ওয়ারহ্যাম (২/১৭)।
জয়ের জন্য ১৩১ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না অস্ট্রেলিয়ার কাছে। ওপেনিং জুটিতে ৭ ওভারে ৫১ রান তুলে কাজ আরও সহজ করে দেন অ্যালিসা হিলি (২৬) ও বেথ মুনি (২০)। পরপর দু’উইকেট হারালেও চাপে পড়েনি অস্ট্রেলিয়া। দলকে এগিয়ে নিয়ে যান তাহলিয়া ম্যাকগ্রাথ ও এলিসে পেরি। ১৯ রান করে আউট হন তাহলিয়া ম্যাকগ্রাথ। অ্যাশলে গারনার করেন ৭। এই দুজন ফিরে যাওয়ার পর অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন এলিসে পেরি (২১ বলে অপরাজিত ৩৪) ও ফোবে লিচফিল্ড (১২ বলে অপরাজিত ১৮)। ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৩ তুলে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ২টি উইকেট নেন দীপ্তি শর্মা।
❤ Support Us