- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২১, ২০২৩
তৃতীয় ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল ভারতীয় মহিলা হকি দল

পুরুষদের হকি বিশ্বকাপে এখনও কোয়ার্টার ফাইনালে যাওয়ার ছাড়পত্র পায়নি ভারত। কোয়ার্টার ফাইনালে ছাড়পত্র পেতে গেলে ক্রসওভার ম্যাচ জিততে হবে। পুরুষ দল বিশ্বকাপে কিছুটা ব্যাকফুটে থাকলেও, ভারতীয় মহিলা হকি দল অবশ্য দুর্দান্ত ছন্দে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজে তৃতীয় ম্যাচেও দুর্দান্ত জয় তুলে নিলেন রানি রামপালরা। তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল ৪–০ ব্যবধানে। এই জয়ের ফলে ৩–০ ব্যবধানে সিরিজ জিতে নিল।
সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারত জিতেছিল যথাক্রমে ৫–১ ও ৭–০ ব্যবধানে। তৃতীয় ম্যাচেও শুরু থেকে প্রাধান্য ছিল রানি রামপালদের। চোট সারিয়ে দীর্ঘদিন পর আবার মাঠে ফিরেছেন রানি রামপাল। প্রত্যাবর্তন সিরিজে দুর্দান্ত নৈপূন্যের পরিচয় দিচ্ছেন। তৃতীয় ম্যাচে ভারতের প্রথম গোল এসেছিল রানি রামপালের স্টিক থেকেই। ম্যাচের ২ মিনিটেই ভারতকে এগিয়ে দেন রানি। প্রথম কোয়ার্টারে এরপর প্রাধান্য বজায় রাখলেও আর গোল পায়নি ভারত।
দ্বিতীয় কোয়ার্টারেও ভারতের আধিপত্য বজায় ছিল। ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি কর্ণার পায় ভারত। পেনাল্টি কর্ণার কাজে লাগিয়ে দলকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন ভারতের পেনাল্টি কর্ণার বিশেষজ্ঞ দীপ গ্রেস এক্কা। ২ মিনিট পরে দুর্দান্ত ফিল্ড গোল করে ব্যবধান বাড়ান বন্দনা কাটারিয়া। তৃতীয় কোয়ার্টারে কোনও গোল হয়নি। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই ফিল্ড গোল থেকে ৪–০ করেন সঙ্গীতা কুমারী। শনিবার ভারত সিরিজে শেষ ম্যাচ খেলবে। এরপর কেপটাউনেই হল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।
❤ Support Us