- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২, ২০২৩
শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সঙ্গেও অপরাজিত ভারত ।এশিয়ান গেমস হকিতে সেমিফাইনালের পথে মহিলা দল

এশিয়ান গেমসে মহিলাদের হকিতে অপরাজিত তকমা ধরে রাখল ভারত। প্রথম দুটি ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন নভনীত কাউররা। তৃতীয় ম্যাচে এসে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে আটকে গেল। ম্যাচের ফল ১–১। পিছিয়ে পড়েও পরে দারুণভাবে ম্যাচে ফিরে এসে ড্র করে ভারত। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে পুরুষদের মতো সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলল মহিলা দল।
আগের দুটি ম্যাচে ভারতীয় দল যে দাপট নিয়ে খেলেছিল, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেই দাপট দেখাতে পারেনি। বরং শুরু থেকেই দক্ষিণ কোরিয়া আধিপত্য বিস্তারের চেষ্টা করে। প্রথম মিনিটেই চো হায়েজিনের শট প্রায় গোলে ঢুকে যাচ্ছিল। গোল লাইন থেকে কোনও রকমে বাঁচান গ্রেস এক্কা। ১২ মিনিটে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন চো হায়েজিন। এই ধাক্কা সত্ত্বেও ভারতীয় দল নিরুৎসাহিত হয়ে পড়েনি। বরং বলের দখল রেখে আক্রমণ তুলে নিয়ে আসছিল।
সমতা ফেরানোর জন্য দ্বিতীয় কোয়ার্টারে মরিয়া হয়ে ওঠে ভারত। বেশ কয়েকটা পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি। অবশেষে তৃতীয় কোয়ার্টারে ম্যাচে সমতা ফেরায় ভারত। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে গোল করেন নভনীত কাউর। তৃতীয় কোয়ার্টারে বুদ্ধিমত্তার সাথে খেলে রক্ষণের ওপর জোর দিয়েছিল ভারত। চতুর্থ কোয়ার্টার দুই দলের কাছেই ছিল খুবই গুরুত্বপূর্ণ। তবে চেষ্টা করেও কোনও দলই গোল তুলেনিতে পারেনি। ফলে ম্যাচ ১–১ গোলে ড্র হয়।
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে আগের দুটি ম্যাচে সিঙ্গাপুরকে ১৩–০ ও মালয়েশিয়াকে ৬–০ ব্যবধানে হারিয়েছিল ভারত। তিন ম্যাচে ভারত ও দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ৭ হলেও গোল পার্থক্যে ভারত পুল এ–তে শীর্ষে রয়েছে। পরের ম্যাচে ভারত খেলবে হংকংয়ের বিরুদ্ধে।
❤ Support Us