- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৪, ২০২৩
২২ জুন থেকে নন্দনে শুরু দেশের প্রথম আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল

বিশ্বে প্রথম স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৯ সালে, ইতালিতে। ভারতে কখনও এই ধরণের ফিল্ম ফেস্টিভ্যাল হয়নি। এই প্রথম স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে ভারতে। কলকাতার নন্দনে ২২ জুন থেকে এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। আয়োজক সোশ্যাল স্পোর্টস ফাউন্ডেশন।
২২ জুন থেকে নন্দন ৩–এ শুরু হবে এই আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ২৫ জুন পর্যন্ত। চার দিনে চারটি দেশের মোট ১২টি সিনেমা দেখানো হবে এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। প্রথম দিনেই দেখানো হবে হিন্দি সিনেমা ‘লাহোর’। শেষ হবে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জয় উপলক্ষ্যে তৈরি হওয়া ‘স্টোরি অফ ৮৩ উইনিং টিম’ সিনেমা দিয়ে। ১২ টি সিনেমার জার্মানির ৪টি সিনেমা থাকছে। এছাড়া দুটি করে হিন্দি ও মালায়াম, একটা ইংরেজি, ৪টি বাংলা সিনেমা থাকছে। চারটি বাংলার মধ্যে একটি বাংলাদেশের সিনেমাও থাকছে। এই আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল দেখার জন্য কোনও প্রবেশ মূল্য নেই। কমপ্লিমেন্টারি পাসের ব্যবস্থা থাকছে। আগে এলে আগে পাবে ভিত্তিতে সেই পাস পাওয়া যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।
২৮ বছর আগে কলকাতা শহরে দেশ–বিদেশের সিনেমা নিয়ে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছিল। কিন্তু স্পোর্টস ফিল্ম নিয়ে কখনও হয়নি। শুধু কলকাতা নয়, ভারতে কখনও স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল হয়নি। ভারতীয় চলচ্চিত্র জগতে খেলাধূলা নিয়ে প্রথম সিনেমা তৈরি হয়েছিল বাংলাতেই। ১৯৭১ সালে ‘ধন্যি মেয়ে’ ভারতীয় চলচ্চিত্র জগতে প্রথম খেলা সম্পর্কিত সিনেমা। এরপর ভারতীয় চলচ্চিত্র জগতে ৯০ টিরও বেশি খেলার বিষয় নিয়ে বিভিন্ন ভাষায় সিনেমা তৈরি হয়েছে। তার মধ্যে বাংলায় আছে ১৫টি। ভারতে মিলখা সিং নিয়ে ‘ভাগ মিলখা ভাগ’ আলোড়ন ফেলে দিয়েছিল। পরবর্তীকালে তারকা খেলোয়াড়দের জীবন নিয়ে ‘বায়োপিক’ তৈরি করার প্রবনতা ভারতীয় চলচ্চিত্র জগতে ক্রমশ বাড়ছে।
❤ Support Us