- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৯, ২০২৩
ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্সে ৯৫ এর ভগওয়ানির ৩ সোনা
চিত্র: সংবাদ সংস্থা
পোল্যান্ডের তোরুনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স ইন্ডোর চ্যাম্পিয়নশিপে ৩টি সোনা জিতলেন ভারতের ৯৫ বছর বয়সী ভগবানী দেবী। ৬০ মিটার দৌড়, শটপুট ছাড়াও ডিসকাস থ্রো–তে সোনা জিতেছেন তিনি। এর আগে ২০২২ সালে ফিনল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৯০–৯৪ বছর বয়স বিভাগেও সোনা জিতেছিলেন ভগবানী দেবী।
হরিয়ানার খেদকা গ্রামে জন্মগ্রহন করেন ভগবানী দেবী। মাত্র ১২ বছর বয়সে তাঁর বিয়ে হয়। ৩০ বছর বয়সে ভগবানী দেবীর স্বামী মারা যান। যখন তাঁর স্বামী মারা যাওয়ার পরপরই এক সন্তানকে হারান ভগবানী দেবী। সেই সময় সেই সময় গর্ভবতী ছিলেন তিনি। আর একটা সন্তানও ছিল। তাই তিনি পুনরায় বিয়ে না করার সিদ্ধান্ত নেন। স্বামী মারা যাওয়ার ৪ বছর পর তাঁর মেয়ে এক সন্তানকে রেখে হঠাৎই আত্মহত্যা করে। নিজের ছেলে ও মেয়ের ছেলেকে একসঙ্গে মানুষ করতে থাকেন ভগবানী দেবী। তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল তাঁকে।
অবশেষে তাঁর পরিশ্রম সার্থক হয়। ভগবানী দেবীর ছেলে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে কেরানির চাকরি পান। এতে তাঁর পরিবারে স্বচ্ছলতা আসে। ছেলে–বৌমা এবং তিন নাতি–নাতনিকে নিয়ে সুখের সংসার ছিল ভগবানী দেবীর। বড় নাতি বিকাশ ডাগর আস্তে আস্তে ভগবানী দেবীর খেলাধূলার প্রতি আগ্রহ বাড়ান। বিকাশ ডাগর ছিলেন প্যারা অ্যাথলিট। এশিয়ান গেমসসহ বেশ কয়েকটা প্রতিযোগিতায় তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। বেশ কয়েকটা রেকর্ডেরও অধিকারী তিনি। খেলরত্ন পুরস্কারো পেয়েছেন বিকাশ ডাগর। মূলত তাঁর অনুপ্রেরণাতেই ভগবানী দেবী অ্যাথলেটিক্স শুরু করেন।
❤ Support Us