- দে । শ
- জুন ৩, ২০২৩
কলকাতায় ভারতের প্রথম ৫ জি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু,দ্রুত হবে জরুরি পরিষেবা, বাঁচবে সোনালী মুহুর্ত দাবি চিকিৎসকদের

দেশের মধ্যে প্রথম ৫জি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল কলকাতায়। উদ্যোগ গ্রহণ করেছে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল। মুমূর্ষ রোগীদের ক্ষেত্রে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে যাতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা বা জরুরি পরিষেবাটুকু যাতে দেওয়া যায় তার জন্যে নতুন এ উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ডাক্তার কে হরি প্রসাদ বলেছেন পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে। তবে, শুধুমাত্র তার হাসপাতালে ভর্তি হতে চাইলে এ সুযোগ মিলবে। আলাদাভাবে আপোলোকে এর জন্য কোনো টাকা দিতে হবে না।
নতুন এ পরিষেবার সূচনা করেন, অ্যাপোলোর ইস্টার্ন রিজিয়ন এর প্রধান সি ই ও রানা দাশগুপ্ত, সিনিয়র মেডিসিন ডাক্তার অরিজিৎ বোস ও কলকাতা অ্যাপোলোর ডিরেক্টর অফ মেডিসিন সার্ভিসএর প্রধান ডাক্তার সুরিন্দর ভাটিয়া। প্রত্যেকেই জরুরি চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নতুন পরিষেবার চালুর প্রইয়োজনীয়তা বিশদে ব্যাখ্যা করেন। উপস্থিত অতিথিরাও এব্যাপারে অনেকাংশ একমত হন।
❤ Support Us