Advertisement
  • দে । শ
  • জুন ৩, ২০২৩

কলকাতায় ভারতের প্রথম ৫ জি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু,দ্রুত হবে জরুরি পরিষেবা, বাঁচবে সোনালী মুহুর্ত দাবি চিকিৎসকদের

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতায় ভারতের প্রথম ৫ জি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু,দ্রুত হবে জরুরি পরিষেবা, বাঁচবে সোনালী মুহুর্ত  দাবি চিকিৎসকদের

দেশের মধ্যে প্রথম ৫জি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল কলকাতায়। উদ্যোগ গ্রহণ করেছে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল। মুমূর্ষ রোগীদের ক্ষেত্রে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে যাতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা বা জরুরি পরিষেবাটুকু যাতে দেওয়া যায় তার জন্যে নতুন এ উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে  সভাপতি ডাক্তার কে হরি প্রসাদ বলেছেন পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে। তবে, শুধুমাত্র তার হাসপাতালে ভর্তি হতে চাইলে এ সুযোগ মিলবে। আলাদাভাবে আপোলোকে এর জন্য কোনো টাকা দিতে হবে না।

নতুন এ পরিষেবার সূচনা করেন,  অ্যাপোলোর ইস্টার্ন রিজিয়ন এর প্রধান সি ই ও রানা দাশগুপ্ত, সিনিয়র মেডিসিন ডাক্তার অরিজিৎ বোস ও কলকাতা অ্যাপোলোর ডিরেক্টর অফ মেডিসিন সার্ভিসএর প্রধান ডাক্তার সুরিন্দর ভাটিয়া।  প্রত্যেকেই জরুরি চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নতুন পরিষেবার চালুর প্রইয়োজনীয়তা বিশদে ব্যাখ্যা করেন। উপস্থিত অতিথিরাও  এব্যাপারে অনেকাংশ একমত হন।

একজন গুরুতর অসুস্থ মানুষকে যখন হাসপাতালে নিয়ে যেতে হয় তখন তাকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মুহুর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫ জি কনেক্টেডে আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম ভর্তি চিকিৎসাযানটি এই কাজটি দক্ষতার সঙ্গে করবে। এখানে রয়েছে, পেশেন্ট মনিটরিং অ্যাপ্লায়েন্সেস আর টেলিমেট্রি সার্ভিসেস যা পেশেন্টের রোগের যাবতীয় খুঁটিনাটি তথ্য খুব তাড়াতাড়ি হসপিটাললের ডাক্তারে কাছে পাঠিয়ে দেয়। এতে চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত নিতে এবং অ্যামবুলেন্সে উপস্থিত প্যারামেডিক্সদের তখনই প্রয়োজনীয় ওষুধপত্র ও ইনজেকশন গ্রহণ ইত্যাদি নিয়ে পরামর্শ দিতে পারেন। আর একটি বড় সুবিধ হল হসপিটালে আসার আগে থেকেই সেখানকার কর্মীরা রোগীর চিকিৎসা সম্পর্কে সম্পূর্ণ প্রস্তুত থাকতে পারে। তাই যে ‘গোল্ডেন আওয়ার’-এর কথা বলা হয় তার অনেকটাই সাশ্রয় হবে। আপাতত কলকাতা ও তার পার্শ্ববর্তঈজেলাগুলোতে উন্নত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা প্রদান করবে অ্যাপোলো।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!