- প্রচ্ছদ রচনা
- জুন ১৬, ২০২২
ম্যাগনেশিয়াম অ্যালয় তৈরিতে ভারতের সাফল্য ।

টেকনোলজির দিক থেকে ভারতের উন্নয়ন বিস্ময়কর। বহু উন্নত দেশ গুলোকে টেক্কা দিচ্ছে । একাধিক দেশ ভারতের সঙ্গে প্রযুক্তিগত চুক্তি করতে আগ্রহী। বিশেষ করে সামরিক সরঞ্জাম তৈরি ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে। কয়েক মাস আগে ডিফেন্স অ্যাপ্লিকেশন নির্মাণের জন্য জার্মানির কাছে ম্যাগনেশিয়াম অ্যালয়ে চেয়েছিল ভারত। জার্মানি সরবরাহ করতে অস্বীকার করে। ডি আরডিও পরে নিজেই এসব প্রযুক্তির নির্মাণ শুরু করে দেয়। ভারত ম্যাগনিশিয়াম অ্যালয় তৈরি করে ফেলেছে দেখে জার্মানি বিস্মিত। এবার বলছে, চাহিদা অনিয়ায়ী ম্যাগনেশিয়াম অ্যালয় ভারতে রপ্তানি করতে তাদের অনাগ্রহ নেই। সংক্ষিপ্ত চিঠিতে ভারতকে একথা জানিয়েছে জার্মানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বহুদিন থেকে বলে আসছিলেন, সব দিক থেকে আমরা স্বনির্ভর হতে চাই । তাঁর অঙ্গীকার ফলপ্রসু হয়ে উঠছে।
❤ Support Us