Advertisement
  • এই মুহূর্তে ভা | ই | রা | ল
  • সেপ্টেম্বর ১, ২০২২

মার্কিন মুলুকে ভারতীইয়ের কাছে বর্ণ–বিদ্বেশের শিকার আরেক ভারতীয়!

এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকের কাছে বর্ণ–বিদ্বেশের শিকার এক ভারতীয় বংশোদ্ভূত!‌

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন মুলুকে ভারতীইয়ের কাছে বর্ণ–বিদ্বেশের শিকার আরেক ভারতীয়!

চিত্র সংগৃহীত

এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকের কাছে বর্ণ–বিদ্বেশের শিকার এক ভারতীয় বংশোদ্ভূত!‌ হ্যাঁ, এটাই বাস্তব। ক্যালিফোর্নিয়ার এক রেস্তোরাঁতে ঘটনাটি ঘটেছে। যাকে হেনস্তা করা হয়েছে, তাঁর নাম কৃষ্ণান জয়রামন। যিনি হেনস্থা করেছেন, তাঁর নাম তেজিন্দার সিং। দুজনই ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় নাগরিক। তেজিন্দারের নামে জয়রামন পুলিশে অভিযোগ জানানোর পর তাঁকে গ্রেপ্তার করে ফ্রেমন্ট পুলিশ।

তেজিন্দার ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টের ট্যাকো বেল নামে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানেই জয়রামন মাংস খান না বলে তাঁকে নানাভাবে কটূক্তি করেন তেজিন্দার। মাংস নিয়ে গিয়ে জয়রামনের মুখের সামনে ধরে বলেন, ‘‌এটা গরুর মাংস। খাও।’‌ জয়রামনকে ‘‌নোংরা হিন্দু’‌ বলেও গালাগালি করেন। ‌এছাড়াও জয়রামনকে ‘‌খুব খারাপ মানুষ। কুকুরের সমগোত্রীয়’‌ বলে আক্রমণ করেন। পুরো ঘটনাটির ভিডিও রেকর্ডিং করেন জয়রামন।

দুজনের মধ্যে ঝামেলা চলাকালীন রেস্তোরাঁর এক কর্মী ফ্রেমন্ট পুলিশকে খবর দেন। পুলিশ এসে তেজিন্দারকে গ্রেপ্তার করে। জয়রামনের রেকর্ডিং করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, তেজিন্দারকে জয়রামন বলছেন, ‘‌আমি এখানে তোমার সঙ্গে মারামারি করতে আসিনি। তুমি কী চাও?‌ তোমার মতো হিন্দুরা লজ্জা। ঘৃণ্য প্রজাতির মানুষ।’‌ আমেরিকাতে বর্ণ বিদ্বেষের ঘটনা নতুন নয়। একাধিকবার ভারতীয় বংশোদ্ভুতরা মার্কিন নাগরিকদের হাতে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। কিন্তু আমেরিকায় এক ভারতীয় অন্য ভারতীয় বংশোদ্ভুতকে হেনস্তার ঘটনা বিরল।


❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!