Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ২০, ২০২২

শতবর্ষে কান-এ বঙ্গবন্ধু

আরম্ভ ওয়েব ডেস্ক
শতবর্ষে কান-এ বঙ্গবন্ধু

শতবর্ষে ফ্রান্স সফরে বঙ্গবন্ধু । ২০২২-এর কান চলচ্চিত্র উৎসবে মুক্তি পেল শেখ মুজিবর রহমানের জীবনীচিত্র ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’-এর প্রচার ঝলক । ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, অভিনেতা আরেফিন শুভ এবং অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা সহ অনেকে । ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এ ছবি তৈরি করেছেন বিশিষ্ট পরিচালক শ্যাম বেনেগল । জন্মশতবর্ষে ‘বঙ্গবন্ধু’কে শ্রদ্ধা জানাতে এই জীবনীচিত্রের ভাবনা ।

১ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারের শুরু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের একটি দৃশ্য দিয়ে । এরপর ভাষা আন্দোলন, মুজিবের কারাবাস, মুক্তিযুদ্ধের দৃশ্য নিয়ে তৈরি হয়েছে ট্রেলার।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ট্রেলার রিলিজের অনুষ্ঠানে বলেন, প্রতিবেশী দুই রাষ্ট্রের পারস্পরিক সৌহার্দ্যের বার্তা বিশ্বের কাছে তুলে ধরতেই ছবিটির যৌথ প্রযোজনার পরিকল্পণা । এবছরের সেপ্টেম্বরে, বেনেগাল নির্মিত ‘মুজিব’ মুক্তি পাওয়ার কথা ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!