- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৯, ২০২৩
প্রথম ভারতীয় জুটি হিসেবে ইন্দোনেশিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সাত্ত্বিক সাইরাজ ও চিরাগের

ইন্দোনেশিয়ান ওপেনে ডাবলসে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। ভারতের প্রথম ডাবলস জুটি হিসেবে সুপার ১০০০ ব্যাডমিন্টন খেতাব জিতেছেন সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ। ফাইনালে হারিয়েছেন মালয়েশিয়ার অ্যারন সিয়া ও সোহ ওই ওয়াইকা জুটিকে। মাত্র ৪৩ মিনিটেই বিশ্ব চ্যাম্পিয়ন জুটিকে উড়িয়ে দেন সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ। ম্যাচের ফল ২১–১৭, ২১–১৮।
প্রতিযোগিতার শুরু থেকেই পিভি সিন্ধু, লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, এইচএস প্রণয়দের ব্যর্থতার পর দেশের সম্মান বাঁচিয়ে রাখার দায়িত্ব ছিল সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটির ওপর। শেষ পর্যন্ত দেশের মান বাঁচালেন এই দুই ব্যাডমিন্টন তারকা। সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি জুটির আগে কোনও ভারতীয় ব্যাডমিন্টন জুটি সুপার ১০০০ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়নি।
এই মুহূর্তে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে রয়েছে ভারতীয় জুটি। অন্যদিকে মালয়েশিয়ার জুটি সাত্ত্বিকসাইরাজ ও চিরাগদের থেকে এগিয়ে রয়েছে। কিন্তু ম্যাচে তার কোন প্রভাব দেখা যায়নি। প্রথম গেমে শুরুটা অবশ্য ভাল করতে পারেননি সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ। তবুও একসময় ১১–৯ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। সেখান থেকে আর ম্যাচে ফেরার সুযোগ দেয়নি মালয়েশিয়ার জুটিকে।
দ্বিতীয় গেমেও দাপট অব্যাহত ছিল সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ জুটির। মালয়েশিয়ান জুটি অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করছিল। সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ কোন সুযোগই দেননি অ্যারন সিয়া ও সোহ ওই ওয়াইকাকে। দ্বিতীয় গেমে ২১–১৮ ব্যবধানে জিতে ইন্দোনেশিয়ান ওপেনে ইতিহাস গড়ে ভারতীয় জুটি। ৮ বারের সাক্ষাতে অ্যারন চসিয়া এবং সোহ ওই ওয়াইকা জুটির বিরুদ্ধে এই প্রথম জয় পেলেন সাসাত্ত্বিকসাইরাজ ও চিরাগ।
গতবছর কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিল সাসাত্ত্বিকসাইরাজ ও চিরাগ জুটি। এছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিল। তবুও এশিয়া চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াইটা যথেষ্টই কঠিন ছিল এই ভারতীয় জুটির কাছে। কোর্টে অবশ্য মালয়েশিয়ান জুটিকে কোনও প্রভাব ফেলতে দেননি সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ। ওয়াল ট্যুর ফাইনাল সুপার সিরিজ ১০০০, ৭৫০ সুপার সিরিজ, ৫০০ সুপার সিরিজ, ৩০০ সুপার সিরিজ জয়ের পর এখন সাত্ত্বিকসাইরাজ ও চিরাগের কাছে অলিম্পিক পদকই বাকি রয়ে গেল।
❤ Support Us