- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৬, ২০২৪
০ রানে ৭ উইকেট! আন্তর্জাতিক অভিষেক ম্যাচে মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার

০ রানে ৭ উইকেট! আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এমন নজির আগে কখনও ছিল না। সে মহিলাদের ক্রিকেটই হোক কিংবা পুরুষদের ক্রিকেট। এমন অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড গড়েছেন ইন্দোনেশিয়ার ১৭ বছর বয়সী অফ স্পিনার রোহমালিয়া। বুধবার বালিতে মঙ্গোলিয়ার বিপক্ষে ০ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি। তাও আবার আন্তর্জাতিক টি ২০ অভিষেক ম্যাচে। ভেঙে দিয়েছেন হল্যান্ডের ফ্রেডেরিক ওভারডাইক ও আর্জেন্টিনার অ্যালিসন স্টকসের যুগ্ম রেকর্ড।
বালিতে ইন্দোনেশিয়া–মঙ্গোলিয়া টি২০ সিরিজের পঞ্চম ম্যাচ ছিল। ইন্দোনেশিয়া প্রথমে ব্যাট করে ৫ উইকেটে তোলে ১৫১ রান। একসময় মঙ্গোলিয়ার রান ছিল ১০ ওভারে ২ উইকেটে ২০। এরপরই ভেল্কি শুরু রোহমালিয়ার। তাঁর স্পিনের জাদুতে ২৪ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়া। ৩.২ ওভার বোলিং করে কোনও রান না দিয়ে ৭ উইকেট তুলে নেন রোহমালিয়া। নিজের প্রথম ও দলের ১১ তম ওভারে ৩ উইকেট নেন। ১৩ তম ওভারে ১টি, ১৫তম ওভারে ২টি ও ১৭তম ওভারে ১টি উইকেট নেন। রোহমালিয়ার দাপটে মঙ্গোলিয়ার সাত ব্যাটার কোনও রান পাননি। ৬ জন শূন্য রানে আউট হন, একজন অপরাজিত থাকেন শূন্য রানে।
মহিলাদের আন্তর্জাতিক টি২০ ম্যাচে ৭ উইকেট অবশ্য নতুন নয়। তবে শূন্য রানে কোনও বোলার আগে কখনও ৭ উইকেট পাননি। ২০২১ টি২০ বিশ্বকাপে ইউরোপ অঞ্জলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হল্যান্ডের সিমার ফ্রেডেরিক ওভারজিক ফ্রান্সের বিরুদ্ধে ৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন। ২০২২ সালে পেরুর বিরুদ্ধে আর্জেন্তিনার অ্যালিসন স্টকসও ৩ রানের বিনিময়ে ৭ উইকেট নেন।
❤ Support Us