- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৩১, ২০২৩
ইন্দোরের মন্দিরে কুয়োতে পড়ে গিয়ে মৃত এখনও পর্যন্ত ৩৫। আহত ১৮ । বাড়তে পারে হতাহতের সংখ্যা
অভিযোগের তীর পুরসভার দিকে। সময়মতো ব্যবস্থা নিলে এড়ানো যেত বিপর্যয়, মত স্থানীয় বাসিন্দাদের
চিত্র : সংবাদ সংস্থা
ইন্দোরে মন্দিরে পুজো দিতে এসে কুয়োয় পড়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। উদ্ধারকার্য চলছে। প্রশাসনের অনুমান, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বৃহস্পতিবার রামনবমী উপলক্ষে স্থানীয় বালেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে পুজো দিতে ভিড় জমান পুণ্যার্থীরা। যজ্ঞের সময় মূল মণ্ডপের সামনে ৪০ থেকে ৫০ জন সমবেত হন। হঠাৎ তাঁদের পায়ের তলার মাটি সরে গিয়ে প্রায় ৫০ থেকে ৬০ ফুট নীচে তাঁরা চলে যান। পরে জানা যায়, ওখানে পরিত্যক্ত একটি কুয়োর মুখে স্ল্যাব চাপা দেওয়া ছিল যার ওপর দাঁড়িয়ে ছিলেন দর্শনার্থীরা। অতিরিক্ত জনসমাগমের কারণে পায়ের চাপ সামলাতে না পেরে দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা সংবাদ পেয়ে দ্রুত সেখানে পৌঁছে গিয়ে তাঁদের কাজ শুরু করেন। ৭৫ জন সেনাসহ ১৪০ জনের দল উদ্ধার কার্যে কাজে সামিল রয়েছেন । ১৮ ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু উদ্ধারকার্য এখনও থামেনি। পুলিশ কমিশনার পবন শর্মা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত দেহ উদ্ধার হয়েছে । আহতদের মধ্যে ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল । দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল দেখে চিকিৎসকরা তাঁদের ছেড়ে দিয়েছেন ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বার বার বলা সত্ত্বেও, বিপজ্জনক কুয়োটি বন্ধ করে দেওয়ার ব্যাপারে ইন্দোর পুরসভা কোনো উদ্যোগ নেয়নি। তাঁদের কথায় কোনো গুরুত্বই দেওয়া হয়নি। এলাকাবাসীদের মতে, তা করলে আজকের এই বিপর্যয় হয়তো এড়ানো যেত।
ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি টুইটে লিখেছেন ,ইন্দোরের দুর্ঘটনায় অত্যন্ত ব্যথিত। মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের সঙ্গে কথা হয়েছে এবং পরিস্থিতি সম্পর্কে আপডেট নিয়েছেন। রাজ্য সরকার দ্রুত গতিতে উদ্ধার ও ত্রাণ কাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত সকল এবং তাদের পরিবারের জন্য আমার প্রার্থনা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘটনায় তদন্তেরও নির্দেশ দিয়েছেন। তিনি নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের কথাও ঘোষণা করেছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং বলেছেন, ইন্দোরে দুর্ঘটনায় বহু লোকের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। সমস্ত শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ইন্দোরের মন্দিরে দুর্ঘটনায় শোকজ্ঞাপন করেছেন। তিনি বলেছেন, ইন্দোরের বালেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে উৎসব চলাকালীন দুর্ঘটনার খবর খুবই দুঃখজনক। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি সকল সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
❤ Support Us