Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ৭, ২০২৫

পুঞ্চের কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা, নিহত ৭ অনুপ্রবেশকারী

আরম্ভ ওয়েব ডেস্ক
পুঞ্চের কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা, নিহত ৭ অনুপ্রবেশকারী

জঙ্গি অনুপ্রবেশ আটকানোর ব্যাপারে বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের পুঞ্চের কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করেছে। ভারতীয় সেনাবাহিনীর হাতে ৭ জন পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হয়েছেন। যদিও ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি।
৪ ও ৫ ফেব্রুয়ারির মধ্যরাতে পুঞ্চের কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ৭ পাকিস্তানি অনুপ্রবেশের চেষ্টা করে। তাদের মধ্যে তিনজন পাকিস্তানি সেনাও ছিলেন। সেই সময় ভারতীয় বাহিনী অতর্কিতে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) ওপর অতর্কিত হামলা চালায়। সেই হামলায় ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ২ থেকে ৩ জন পাকিস্তানি সেনা সদস্য রয়েছে। ভারতীয় বাহিনীর হাতে নিহত সন্ত্রাসীরা আল–বদর সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিএটি হল পাকিস্তানের বিশেষ ইউনিট, যা সীমান্ত পারাপারের জন্য কাজ করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের সাথে কাশ্মীরসহ সব সমস্যা সমাধানের কথা বলার একদিন পরই এই ঘটনা ঘটল। গত সপ্তাহেও, সেনাবাহিনী পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটা অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে এবং দুই সন্ত্রাসীকে হত্যা করে। নাগরোটা সদর দপ্তর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে যে, তারা ৩০ জানুয়ারি রাতে নিয়ন্ত্রণ রেখায় একটি সন্ত্রাসী গতিবিধি সনাক্ত করেছে এবং সতর্ক সেনারা অনুপ্রবেশের চেষ্টারত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!