শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ভারতের দ্বিতীয় বূহত্তম সফটওয়ার সংস্থা বুধবার জানিয়েছে, ২০২১-এর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তারা ৫ হাজার ৮০৯ কোটি টাকা মুনাফা করেছে । যা গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি । চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে তাদের মোট আয় দাঁড়িয়েছে৩১ হাজার ৮৬৭ কোটি । আগের বছরে ছিল ২৫ হাজার ৯২৭ কোটি । এক্ষেত্রে বেড়েছে ২৩ শতাংশ । সংস্থার সিইও সলিল পারকেল বলেছেন, এটা একটা সুলক্ষণ। আমরা এই প্রযুক্তি বিনিয়োগে নতুন আলোর সন্ধান পেয়েছি ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34