- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২২, ২০২৩
বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল নরখিয়ে, মাগালা

বিশ্বকাপের আগেই জোর ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের অন্যতম দুই সেরা জোরে বোলার আনরিখ নরখিয়া ও সিসান্দা মাগালা। এই দুই জোরে বোলারের পরিবর্তে দলে নেওয়া হয়েছে লিজাড উইলিয়ামস ও আন্দিলে ফেহলাকায়োকে। নরখিয়া ও মাগালা ছিটকে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার জোরে বোলিং শক্তি অনেকটাই কমজোরি হয়ে পড়ল।
বিশ্বকাপ যেন অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে আনরিখ নরখিয়ার কাছে। এর আগে ২০১৯ একদিনের বিশ্বকাপেও চোটের জন্য ছিটকে গিয়েছিলেন নরখিয়া। এবছরও বিশ্বকাপ দলে ছিলেন। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে দ্বিতীয় ম্যাচে চোট পান। তারপর বাকি সিরিজে আর খেলতে পারেননি। নরখিয়া চোট পাওয়ার পর প্রথম একাদশে আসেন সিসান্দা মাগালা। তিনিও হাঁটুতে চোট পান।
নরখিয়ার ছিটকে যাওয়াটা প্রোটিয়াদের কাছে বড় ধাক্কা। কারণ, ভারতে খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বড় ভরসা ছিলেন। তাছাড়া নরখিয়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে দ্রুত গতির বোলার। তাঁর পিঠে হালকা চোট ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে খেলেননি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। একদিনের সিরিজে দলে ফিরেই দ্বিতীয় ম্যাচে চোট পান। ৫ ওভার বোলিং করেই বেরিয়ে যান। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে পারেননি সিসান্দা মাগালা। একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে গিয়ে হাঁটুর ব্যাথা অনুভব করেন।
দলের দুই জোরে বোলার ছিটকে যাওয়ায় হতাশ দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার। তিনি বলেছেন, ‘আনরিখ নরখিয়া ও সিসান্দা মাগালার ছিটকে যাওয়াটা হতাশাজনক। আমরা দুজনেরই মানসিক অবস্থা বুঝতে পারছি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য ওদের সব ধরণের সহযোগিতা করব। তবে লিজাড উইলিয়ামস ও আন্দিলে ফেহলাকায়োর কাছে বিশ্বমঞ্চে পারফর্ম করার বড় সুযোগ। দুজনই বিশ্বকাপ পরিকল্পনার মধ্যে ছিল। সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দলে ছিল।’
বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ফেহলাকায়ো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ও পঞ্চম একদিনের ম্যাচে খেলেছিলেন। পঞ্চম ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন বল হাতে ৪৪ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেন। লিজাড টি ২০ সিরিজের তিনটি ম্যাচেই খেলেছেন। প্রথম ম্যাচে ৪৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন, দ্বিতীয় ম্যাচে ১৭ রান খরচ করে তুলে নেন ১টি উইকেট। তৃতীয় ম্যাচে ২৪ রান দেন, কোনও উইকেট পাননি।
❤ Support Us