Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ১১, ২০২২

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, হাসপাতালে বসেই মাধ্যমিক দিল ছাত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, হাসপাতালে বসেই মাধ্যমিক দিল ছাত্রী

দাদার বাইকে চেপে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা। আহত মাধ্যমিক পরীক্ষার্থী । হাসপাতালে বসেই দিতে হল পরীক্ষা। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাগদা থানার মাকরা এলাকায় ।পুলিশ জানিয়েছে, আহত ছাত্রীর নাম রহিমা মণ্ডল। তার বাড়ি বাগদা থানার কাপাসাটি এলাকায়। বাগদা কাপাসাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রহিমা। এদিন সকালে দাদার সঙ্গে বাইকে চেপে থোয়ারা হাই স্কুলে যাচ্ছিল ইতিহাস পরীক্ষা দিতে । মাকরা এলাকার কাছে ঘটে দুর্ঘটনা। আচমকা দাদার বাইক থেকে পড়ে যায় রহিমা। পায়ে আঘাত লাগে তার।

রহিমাকে পড়ে যেতে দেখে ছুটে আসেন স্থানীয়রা । রহিমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসার হয়। তারপর হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় । বনগাঁ মহাকুমা হাসপাতাল সুপার শংকর প্রসাদ মাহাতো বলেছেন, ‘পথ দুর্ঘটনায় আহত রহিমা মণ্ডল বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি হলে আমরা তাকে প্রাথমিক চিকিৎসার পরে পরীক্ষা দেবার ব্যবস্থা করেছি।’

উল্লেখ্য, এবার রেকর্ড সংখ্যক ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!