- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৯, ২০২৩
৪৬ বছর পর, লেবাননকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন ভারত

কয়েক মাস আগে মনিপুরের ইম্ফলে ত্রিদেশীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। মাস দুয়েক যেতে না যেতেই আবার সাফল্য। ইন্টারকন্টিনেন্টাল কাপে লেবাননকে ২–০ হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। ভারতের হয়ে গোল দুটি করেন সুনীল ছেত্রি ও ছাংতে। ৪৬ বছর পর লেবানের বিরুদ্ধে জয় তুলে নিল ভারত। শেষবার লেবাননকে হারিয়েছিল ১৯৭৭ সালে।
ফিফা র্যাঙ্কিংয়ে লেবাননের থেকে পিছিয়ে রয়েছে ভারত। লেবানন রয়েছে ৯৯ তম স্থানে। আর ভারত রয়েছে ১০১ নম্বরে। বিশ্ব ক্রমতালিকায় ২ ধাপ পিছিয়ে থাকা ভারতীয় দলের ফুটবলাররা সেটা বুঝতে দেননি। গোটা ম্যাচেই দারুণ প্রাধান্য নিয়ে খেলে। প্রথমার্ধে সুনীলদের দাপট থাকলেও গোল আসেনি। দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল উপহার দিয়ে জয় তুলে নিল ভারত।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই লেবাননের ওপর আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ভারত। শুরুতেই গোলও তুলে নেয়। অভিজ্ঞ স্ট্রাইকার সুনীল ছেত্রীর হাত ধরেই এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডান দিক থেকে একটা দুরন্ত আক্রমণ তুলে নিয়ে এসেছিলেন ছাংতে। নিখিল পূজারির সঙ্গে ওয়াল খেলে তিনি বক্সে ঢুকে যান। বক্সের ডান দিক থেকে মাপা পাস রাখেন সুনীল ছেত্রির উদ্দেশ্যে। ডান পায়ের হালকা পুশে দলকে এগিয়ে দেন সুনীল। দেশের জার্সিতে তাঁর এটা ৮৭ তম গোল।
পিছিয়ে পড়েই সমতা ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে লেবানন। ৪৮ মিনিটে প্রতি আক্রমণে উঠে এসে সমতা ফেরানোর সুযোগ্য পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। ৬৬ মিনিটে দ্বিতীয় গোল তুলে নেয় ভারত। সুনীল ছেত্রির কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে বাঁপায়ে জোরালো শট নিয়েছিলেন নওরেম মহেশ সিং। লেবানন গোলকিপার আংশিক প্রতিহত করলে বল যায় সামনে দাঁড়ানো ছাংতের কাছে। ডান পায়ের জোরালো শটে তিনি ব্যবধান বাড়ান।
২–০ ব্যবধানে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে লেবানন। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। কিন্তু ভারতীয় রক্ষণে সন্দেশ ঝিংঘান, আনোয়ার আলিরা অপ্রতিরোধ্য থাকায় গোল মুখ খুলতে পারেনি। তার মাঝেই ৮১ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন লেবাননের এক স্ট্রাইকার। ম্যাচের ইনজুরি সময়ে মহেশ সিংয়ের দুরন্ত হেড অসাধারণ দক্ষতায় লেবানন গোলকিপার না বাঁচালে ব্যবধান আরও বাড়ত ভারতের।
১৯৭৭ সালে প্রেসিডেন্টস কাপে লেবাননকে ৪–২ ব্যবধানে হারিয়েছিল ভারত। তারপর ৬ বারের সাক্ষাৎকারে ৩ বার হার, ৩ বার ড্র। অবশেষে এবার সাফল্য এল সুনীলদের হাত ধরে।
❤ Support Us