Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৪, ২০২৪

আন্তঃমহাদেশীয় কাপের প্রথম ম্যাচেই দুর্বল মরিশাসের কাছে আটকে গেল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
আন্তঃমহাদেশীয় কাপের প্রথম ম্যাচেই দুর্বল মরিশাসের কাছে আটকে গেল ভারত

ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে ৫৫ ধাপ পেছনে মরিশাস। ভারত রয়েছে ১২৪ তম স্থানে। আর মরিশাসের স্থান ১৭৯ নম্বরে। দুই দলের ব্যবধান অনেকটাই। সেই দলের বিরুদ্ধে জয় এল না ভারতের!‌ আন্তঃমহাদেশীয় কাপের প্রথম ম্যাচেই মরিশাসের কাছে আটকে গেল ভারত। ম্যাচের ফল গোলশূন্য। ভারতীয় দলের কোচ হিসেবে অভিষেক সুখের হল না মার্কেস মানোলোর।
মরিশাসের বিরুদ্ধে খুব একটা খারাপ শুরু করেনি ভারত। ৬ মিনিটেই গোলের সুযোগ এসে গিয়েছিল চিংলেনসানার সামনে। অনিরুদ্ধ থাপার কর্নার তিন কাঠিতে রাখতে পারেননি। মরিশাসও বিক্ষিপ্ত লগ্নে আক্রমণ শানানোর চেষ্টা করছিল। কিন্তু তিনকাঠি ভেদ করতে পারছিল না। ৩৫ মিনিটে মনবীর সিংয়ের একটা দুরন্ত প্রয়াস রুখে দেন মরিশাস গোলকিপার। মিনিট চারেক পরই সুবিধাজনক জায়গায় ফ্রিকিক পেয়েছিল ভারত। লিস্টন কোলাসো সরাসরি মরিশাসের মানব প্রাচীরে মারেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দু’‌দুটি পরিবর্তন করেন ভারতীয় দলের কোচ মার্কোস মানোলো। অনিরুদ্ধ থাপা ও লিস্টন কোলাসোর জায়গায় সাহাল আব্দুল সামাদ ও নন্দকুমারকে নামান। ৪৬ মিনিটে একক প্রয়াসে বল নিয়ে বক্সে ঢুকে গিয়েছিলেন ছাংতে। তাঁর শট দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান মরিশাস গোলকিপার। এরপরই খেলায় ফেরে মরিশাস। পরপর বেশ কয়েকটা সুযোগ তৈরি করে। কিন্তু কাজে লাগাতে পারেনি।
৬৬ মিনিটে আপুইয়াকে তুলে সুরেশকে মাঠে নামান ভারতীয় দলের কোচ মানোলো। তাতেও ছন্দ ফেরেনি। আসলে ভারতীয় দলের খেলায় বোঝাপড়ার অভাব প্রকট হয়ে দেখা দিয়েছিল। মাত্র দুদিন এক সঙ্গে প্র‌্যাকটিস করে মাঠে নেমেছিল ভারত। তাই সেভাবে ছন্দে দেখা যায়নি। আক্রমণভাগেও মনবীররা নিজেদের মেলে ধরতে পারেননি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!