- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২৮, ২০২৩
মেসি, এমবাপেকে পেছনে ফেলে বর্ষসেরা ম্যান সিটির হালান্ড
ফিফার বর্ষসেরা পুরস্কারের তালিকা ঘোষণার দিন এখনও দেরি আছে। তার আগেই ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করল ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস। তাদের বিচারে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি জিতে নিলেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড। তৃতীয় স্থান পেয়েছেন মেসি, দ্বিতীয় স্থানে কিলিয়ান এমবাপে। বর্ষসেরা ১০ গোলদাতার তালিকাতেও নেই লিওনেল মেসি।
১৯৮৮ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস। এই সংস্থাটি ফুটবলের ইতিহাস ও রেকর্ড সংরক্ষণ করে রাখে। ফুটবল সাংবাদিক ও প্রাক্তন ফুটবলারদের ভোটে নির্বাচিতদের বর্ষসেরা পুরস্কার দেয় আইএফএফএইচএস। গত বছর দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার জন্য বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু এবছর ক্লাব ফুটবলে দুরন্ত সাফল্যের জন্য মেসিকে পেছনে ফেলে সেরা হলে আর্লিং হালান্ড। বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি না পেলেও মেসির সামনে এখনও পুরস্কার জেতার সুযোগ রয়েছে। সেরা প্লে–মেকার এবং সেরা আন্তর্জাতিক গোলদাতার তালিকা এখনও প্রকাশ করেনি এই সংস্থা।
সেরার লড়াইয়ে কিলিয়ান এমবাপে, লিওনেল মেসিদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন হালান্ড। তিনি পেয়েছেন ২০৮। দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপে পেয়েছেন ১০৫ ভোট। আর মেসি পেয়েছেন ৮৫ ভোট। পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অবশ্য বর্ষসেরা ফুটবলারের তালিকায় প্রথম দশেই জায়গা পাননি। এবছর ম্যানচেস্টার সিটির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন হালান্ড। এই সাফল্যই তাঁকে বর্ষসেরার পুরস্কার এনে দিল। চলতি বছর এখনও পর্যন্ত ৬০ ম্যাচে ৫০ গোল করেছেন হালান্ড।
সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলীয় গোলকিপার এডেরসন। ব্রাজিলের দ্বিতীয় গোলকিপার হিসেবে তিনি এই পুরস্কার জিতেছেন। ২০১৯ সালে সেরা হয়েছিলেন অ্যালিসন বেকার। দ্বিতীয় হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। এডেরসন পেয়েছেন ১৪৫ ভোট অন্যদিকে, মার্টিনেজ পেয়েছেন ৭৬ ভোট। রিয়েল মাদ্রিদের বেলজিয়ান গোলকিপার থিবো কুর্তোয়া হয়েছেন তৃতীয়। বর্ষসেরা মহিলা ফুটবলার হয়েছেন স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা মিডফিল্ডার আইতানা বোনমাতি। সেরা মহিলা গোলকিপার হয়েছেন ইংল্যান্ডের মেরি ইয়ার্পস।
❤ Support Us