- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ফেব্রুয়ারি ১, ২০২৫
বইমেলার প্রত্যাশা, ফিরে আসবেন সন্দীপন, ‘লং’- পা নিয়ে হাঁটবেন গলি থেকে প্রাঙ্গণে

বহু পথ এক হয়ে বড়ো পথের সন্ধানে ছুটছে। গন্তব্য, সল্টলেট মিলনমেলার উন্মুক্ত প্রাঙ্গণের বইমেলা। হাজার হাজার মুখ, তারুণ্যের আওয়াজ আর মিলিত বন্ধুত্বের বহরকে বাড়িয়ে তুলছে জাতীয় এবং বহুজাতিক প্রকাশকদের স্নিগ্ধতা। মলাট, ঝকমকে ছাপা, আয়তনে বৃহৎ – বই সব হাসছে। হাসির স্রোতে মিশে যাচ্ছে সমবেত পাঠকের প্রত্যাশা — নদী যেমন মোহনা হয়ে সমুদ্রের দিকে ছুটতে থাকে। শীতের রোমান্টিকতা যেমন চোখে মেলে নিঃশব্দ উচ্চারণে খুলে দেয় তার হৃদয়, – বইমেলা অনেকটা সেরকমই, পাঠক আর তার উদাস প্রেমিকদের সামনে প্রশ্ন তুলেছে — কার মিলন দাবি করছ হে পিয়াসি। মুহূর্তে উত্তরও পেয়ে যাচ্ছে, নতুন পুরনো বইয়ের।
বইমেলার মতো এত যুক্তিময়, প্রাণময়, বুদ্ধিময় আর বিবেকময় মিলন প্রাঙ্গণ আর কী আছে, জানা নেই। কলকাতা পুস্তক মেলার, বাকি ৯ দিন জুড়ে, বইয়ের সঙ্গে একআকার হয়ে থাকবে গণপাঠকের বৃহত্তম সম্মেলন। ফ্রাঙ্কফুট, কায়রো, প্যারিস, লন্ডন এরকম ঐতিহ্যের সব শহরে প্রতিবছর বইকে জড়িয়ে লেখক, পাঠক, চিত্রকর ছড়িয়ে থাকেন, আয়োজিত পরিসরে কলকাতা বইমেলা সম্ভবত সবার উর্দ্ধে। বইয়ের নতুন সম্ভার নিয়ে উপচে পড়েছেন নামী-অনামী প্রকাশকরা। কেবল আনন্দ, মিত্রঘোষ, দে’জ, করুণা, প্রতিক্ষণ, আজকাল, অভিযান পাবলিশার্স নয়, বহু নতুন, অর্ধ নতুন প্রকাশকরা সগৌরবে হাজির। কারও কারও স্বাতন্ত্র্য প্রগাঢ় নজর কাড়ছে। যেমন আজকাল – এর স্টলে বইয়ের সঙ্গে সবাক মূর্তিরূপ ধারণ করেছে নতুন-পুরনো আলোকচিত্রের সৌষ্ঠব, এ যেন অ-গ্রন্থিত ছবির অন্যরকম অ্যালবাম।
আরম্ভ-র বয়স সাকুল্লে দু-দশকের একটু বেশি। নির্বাচিত বইপ্রকাশে তাঁর আভিজাত্য পুরোপুরি স্বরাষ্ট্রীয়। সংগৃহীত চিত্রকর্মের দেখনদারি সবসময় ‘টক অফ দ্য’ পাঠক, চিত্রকর আর দর্শকদের। এবারও আরম্ভ-র স্টলে বর্ণোজ্বল চিত্রমালা শিল্পের দৃষ্টিগ্রাহ্যতাকে বাড়িয়ে তুলেছে।
শনি-রবিবার দুদিন বইমেলার জনস্রোত জলস্রোতের চেহারা নেবে। ভিড়ে রণপা আর সত্য পা নিয়েই ঘুরে বেড়াবেন সন্দীপন চট্টোপাধ্যায়। মইয়ের ওপর ভর দিয়ে দেওয়ালে বই-পোস্টার সেঁটে দেবেন মিনিবুকের স্রষ্টা — মৃত্যুর ওপার থেকে তাঁর সঙ্গে গণমিছিলে যোগ দেবেন তুষার রায়, শক্তি-সুনীল-উৎপল-দীপক, বেলাল এবং শামসের আনোয়ারের মতো মহান আনন্দচারীরা। পিছিয়ে থাকবেন কি প্রকাশ- পৃথ্বীশ -অমিতাভরা ? না, একদম না। সুন্দর থেকে সুন্দরতর হুজুগে গলা মেলাবেন সবাই। ইতিমধ্যে স্বপ্ন দেখতে শুরু করেছে বইমেলা ২০২৫ — স্বপ্নের ভিতর দিয়ে, মৃত্যুর তাৎক্ষনিকতা পেরিয়ে ফিরে আসবেন স্মৃতির অশ্বারোহীরা। বৃহৎ পথে ‘লং’- পা নিয়ে ছুটবেন স্বদলে সন্দীপন। এ এক ক্ষুদে-বড়োর অদ্ভূত রাজত্ব, যেখানে সবাই রাজা, প্রজা নয় কেউ তো!
❤ Support Us