Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জানুয়ারি ১৬, ২০২৪

২৩ থেকে ২৮ জানুয়ারি, ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। আসছে ৩০ দেশের ছবি। মোহন আগাসে-কে এবার জীবনকৃতি পুরস্কার।

আরম্ভ ওয়েব ডেস্ক
২৩ থেকে ২৮ জানুয়ারি, ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। আসছে ৩০ দেশের ছবি। মোহন আগাসে-কে এবার জীবনকৃতি পুরস্কার।

২৩ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি ছয়দিন ধরে চলবে ২০২৪-এর ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল।

উৎসবের ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তী জানিয়েছেন, “মাত্র চার বছরে আমরা অনেকটাই করেছি, এখনও অনেকটা পথ চলতে হবে। ব্যাপক সাড়া পাচ্ছি, সবার ভালবাসা নিয়েই আমরা এগিয়ে যাব।”

উৎসবের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেছেন, ‘ছোট ছবিই এখন ভবিষ্যৎ। দিন দিন এসব ছবির চাহিদা বাড়ছে। আসন্ন ফেস্টিভ্যাল নতুন পরিচালকদের উৎসাহ যোগাবে। আমি মনে করি মাল্টিপ্লেক্সগুলোতে ছোট ছবি দেখানো উচিত। ছোট ছবি ফিল্ম ইন্ডাস্ট্রির চৌকাঠ। ”

উৎসবে অন্তত ৩০ দেশের শর্ট ফিল্ম দেখানো হবে। মোট ২৭০টি ফিল্ম আসছে। আমেরিকা, পোল্যান্ড, জাপান, কোরিয়া, বাংলাদেশ, মিশর, চেক, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশের শর্ট ফিল্মের মনোনয়ন জমা পড়েছিল। ৮০ টি ছবি মনোনীত হয়েছে। এসব ছবিই দেখানো হবে ছয় দিনের উৎসবে। ২৩-২৫ জানুয়ারি অনলাইনে এবং ২৬-২৮ জানুয়ারি রোটারি সদনে সেরা শর্ট ফিল্ম দেখা যাবে। যুধাজিৎ বসুর ‘নেহেমিচ’, অস্মিত পাথারের ‘দ্য টু ওয়ে স্ট্রিট’, শ্যাম বেনেগেলের প্রযোজনা সংস্থায় নির্মিত সতীশ শর্মার ‘ইয়ান’, সঞ্জয় মিশ্র অভিনীত মনীশ সাইনির ‘গিধ’, মোহন আগাসে অভিনীত ‘মাই ফাদার ইজ অ্যাফ্রেড অফ ওয়াটার’ – এরকম গুরুত্বপূর্ণ ছবি দেখার সুযোগ পাবেন কলকাতার দর্শকেরা। চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে পারমিতা মুন্সির ‘দ্য লাস্ট ট্রাম’, মুনমুন সেন এবং সব্যসাচী চক্রবর্তী অভিনীত ‘ক্যাবেজ’, ট্রাইবাল ছবি ‘পাপায়া’, ‘দ্য রোড’ আসন্ন ফিল্ম উৎসবের বিশেষ আকর্ষণ। গোটা উৎসবের প্রোগ্রামিং-এর দায়িত্ব সামলেছে অঙ্কিত বাগচী।

ছবি প্রদর্শবী ছাড়াও এবারের উৎসবে থাকছে সেমিনার, মাস্টার ক্লাস। ‘সিনেমা উইথ এ কজ’ নিয়ে আলোচনা থাকছে। হিউম্যান রাইটস, এলজিবিটির মত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে আলোচনায়।

২৮ জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠান। ৩০টি পুরস্কার তুলে দেওয়া হবে গুণী শিল্পীদের হাতে। এবারে জীবনকৃতি পুরস্কার এবং জীবনগুহ মেমোরিয়াল পুরস্কার থাকছে। এবারে জীবনকৃতি পুরস্কার পাবেন অভিনেতা মোহন আগাসে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!