Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ১১, ২০২৪

বন্ধ স্কুল, ইন্টারনেট পরিষেবা। মনিপুরে আবার জারি কার্ফ্যু

আরম্ভ ওয়েব ডেস্ক
বন্ধ স্কুল, ইন্টারনেট পরিষেবা। মনিপুরে আবার জারি কার্ফ্যু

সেপ্টেম্বরের গোড়া থেকেই আবার অশান্ত মনিপুর। উত্তর পূর্ব ভারতে অবস্থিত এই রাজ্যের রাজধানী শহর ইম্ফলে কাল সন্ধে থেকে জারি হয়েছে কার্ফ্যু।সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পরিস্থিতি আরো জটিল হয়। নতুন করে সংঘাত দানা বাঁধে। ইউনিফাইড কমান্ডের হাতে রাজ্যের নিরাপত্তার দায়িত্ব থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে না তারা।

৯ তারিখ প্রায় এক হাজার স্কুল ও কলেজ ছাত্র মণিপুর রাজভবন ও সচিবালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা দাবি জানায়, মণিপুরে শান্তি ফেরাতে এ বার রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। এই দিন, এই বিক্ষোভ প্রদর্শনের সময় সি আর পি এফ এর গাড়িতেও হামলা হয় বলে অভিযোগ কেন্দ্রীয় পুলিশ বাহিনীর। অন্যদিকে, ছাত্ররা দাবি করে, ৪০ জন ছাত্র এই রাজভবনের দিকে যাওয়ার সময় আহত হয় কেন্দ্রীয় বাহিনীর দ্বারা।

মঙ্গলবার বিকেলে সরকারি সার্কুলারের মাধ্যমে জানানো হয়, আগামী ১১ ও ১২-ই সেপ্টেন্বর সমস্ত সরকারি স্কুল কলেজ বন্ধ থাকবে এবং পাঁচটি জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। এ এন আই সূত্রে খবর,পাহাড়ি জেলাগুলি এই নোটিশের আওতায় পড়বে না, এ এন আই সূত্রে খবর। নিরাপত্তার দানের জন্য নিযুক্ত করা হয়েছে আরো কেন্দ্রীয় বাহিনী। কিন্তু, পরিবেশ এখনো উত্তপ্ত। এর আগেও প্রায় পাঁচ দিন গোটা রাজ্য জুড়ে বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা।

গত বছর মে মাস থেকে উত্তপ্ত মণিপুর। শান্তি ফেরাতে বার বার পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনী মণিপুরে শান্তি ফেরানো দায়িত্বে আছে। তবে মুখ্যমন্ত্রী চান, রাজ্যের হাতে দায়িত্ব দেওয়া হোক। রবিবার বীরেন শাসক জোটের সব দলের সঙ্গে জরুরি বৈঠক করেন। তার পর বিধায়কদের নিয়ে রাজভবনে যান। সেখানেই রাজ্যপালের কাছে কিছু দাবি জানান। মুখ্যমন্ত্রী বীরেন সিং-ও রাজ্যপালের কাছে সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতার দাবি জানান। উল্লেখ্য, মণিপুরে বিজেপি শাসিত সরকার। সেই সরকারের মুখ্যমন্ত্রী বীরেন। অনেকের মতে, কেন্দ্রের উপর ভরসা রাখতে পারছে না মণিপুর সরকার।
আশঙ্কা, পরিবেশ আবারো একইভাবে উত্তপ্ত হতে পারে। দেশের প্রধানমন্ত্রীর এখনো এ বিষয়ে কোনো বক্তব্য শোনা যায়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!