Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৩১, ২০২৩

জাতীয় নির্বাচক প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন ইনজামাম

আরম্ভ ওয়েব ডেস্ক
জাতীয় নির্বাচক প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন ইনজামাম

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন ইনজামাম উল হক। পাশাপাশি তিনি জুনিয়ার নির্বাচক কমিটি থেকেও সরে দাঁড়িয়েছেন। বিশ্বকাপ চলাকালীনই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। তবে তাঁর এই পদত্যাগ বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতার জন্য নয়। তাঁর বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নথিভুক্ত ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড নামে এক কোম্পানির অংশীদার ছিলেন ইনজামাম উল হক। এই কোম্পানিটি পাকিস্তানের জাতীয় দলের তারকা ক্রিকেটার বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিদের এজেন্ট হিসেবে কাজ করে। ইনজামামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এই কোম্পানিতে থাকার ফলে জাতীয় নির্বাচক হিসেবে দল নির্বাচনের সময় প্রভাব ফেলেছেন ইনজামাম। পাকিস্তান সংবাদমাধ্যম দেশের ব্যর্থতায় এই স্বার্থ সংঘাতের বিষয়টি সামনে নিয়ে এসেছে।

ইনজামামের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ ওঠার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড ৫ সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটিকে স্বচ্ছভাবে কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইনজামামুল হক। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে কথা বলার পরই পদত্যাগের সিদ্ধান্ত নেন ইনজামাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে জানানো হয়েছে, “ইনজামাম উল হক জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটি ও জুনিয়ার নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন।”

এক বিবৃতিতে ইনজামাম সরে দাঁড়ানোর কারণ হিসেবে বলেছেন, “আমার বিরুদ্ধে সংবাদমাধ্যম স্বার্থসংঘাতের যে অভিযোগ তুলেছে, সেই অভিযোগেরবস্বচ্ছ তদন্তের সুযোগ করে দেওয়ার জন্য আমি পথ থেকে সরে দাঁড়িয়েছি। যদি তদন্ত কমিটি আমাকে নির্দোষ হিসেবে ঘোষণা করে, তাহলে আমি আবার প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে যাব। ইনজামাম আরও বলেন, “অনেকেই না জেনে অনেক কথা বলছেন। তদন্ত হলেই সবকিছু সামনে এসে পড়বে। দল নির্বাচনের সঙ্গে এর কোন যোগাযোগ আছে কিনা।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!