Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৯, ২০২৪

অ্যাড হক কমিটি তুলে নিল আইওএ, স্বস্তি ভারতীয় কুস্তি সংস্থায়

আরম্ভ ওয়েব ডেস্ক
অ্যাড হক কমিটি তুলে নিল আইওএ, স্বস্তি ভারতীয় কুস্তি সংস্থায়

দীর্ঘদিন পর অবশেষে স্বস্তি ফিরে এল ভারতের কুস্তি সংস্থায়। কুস্তি সংস্থার কাজকর্ম দেখাশোনার জন্য যে অ্যাড হক কমিটি গঠন করেছিল ভারতীয় অলিম্পিক সংস্থা, সোমবার সেই কমিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে এবার থেকে আর প্রশাসনিক কাজকর্ম চালাতে সমস্যা নেই কুস্তি ফেডারেশনের নির্বাচিত পদাধিকারীদের।
বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটরা অভিযোগ করেছিলেন, কুস্তি ফেডারেশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে জিতে ক্ষমতায় আসে ব্রিজভূষণ সিং ঘনিষ্ঠরা। সভাপতি নির্বাচিত হন সঞ্জয় সিং। সচিবসহ অন্য পদাধিকারীদের নিয়েও প্রশ্ন উঠেছিল। এরপর কুস্তি ফেডারেশনের কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক। দিল্লি হাইকোর্ট ভারতীয় অলিম্পিক সংস্থাকে নির্দেশ দেয়, কুস্তি সংস্থার কাজকর্ম দেখাশোনার জন্য অ্যাড হক কমিটি গঠন করার জন্য। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে গতবছর ২৩ ডিসেম্বর অ্যাড হক কমিটি গঠন করেছিল ভারতীয় অলিম্পিক সংস্থা।
সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করেই কুস্তি ফেডারেশনের ওপর থেকে অ্যাড হক কমিটি তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। তবে কুস্তি ফেডারেশনের ওপর বেশ কয়েকটা শর্ত মানার কথাও বলা হয়েছে। সম্প্রতি অ্যাড হক কমিটি এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার ও এশিয়ান চ্যাম্পিয়নশিপের দল গঠনের জন্য সফলভাবেই ট্রায়াল আয়োজন করে। ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়ারা ট্রায়ালে অংশ নিয়েছিলেন। ভিনেশ ৫০ কেজি বিভাগে অলিম্পিক কোয়ালিফায়ারে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছেন। বজরং পুনিয়া অবশ্য ব্যর্থ হয়েছেন। এই পরিস্থিতিতে অলিম্পিক সংস্থা মনে করছে, আর অ্যাড হক কমিটির দরকার নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!