Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৪, ২০২৩

আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের স্বীকৃতি কেড়ে নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

আরম্ভ ওয়েব ডেস্ক
আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের স্বীকৃতি কেড়ে নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের স্বীকৃতি কেড়ে নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ইতিহাসে এই প্রথম কোনও সংস্থাকে বহিষ্কার করা হল। বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত অলিম্পিক সংস্থার অধিবেশনে কার্যনির্বাহী বোর্ডের সুপারিশ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিশেষ অধিবেশন অনলাইনে অনুষ্ঠিত হয়। সেই অধিবেশনে ৬৯ জন সদস্যর মধ্যে ৫৮ জন সদস্য বক্সিং সংস্থাকে বহিষ্কার করার পক্ষে ভোট দেন। ১০ জন ভোটদানে বিরত থাকেন। একটা ভোট শুধু সিদ্ধান্তের বিপক্ষে গেছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে আন্তর্জাতিক বক্সিং সংস্থাকে বার করে দেওয়া হলেও ২০২৪ সালের প্যারিস অলিম্পিক এবং ২০২৮ সালের অলিম্পিকেও বক্সাররা অংশগ্রহণের সুযোগ পাবেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ বলেন, ‘‌বক্সারদের সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই। শুধুমাত্র আন্তর্জাতিক বক্সিং সংস্থার সঙ্গেই আমাদের সমস্যা। তাই সকলের পরামর্শ মেনেই আন্তর্জাতিক বক্সিং সংস্থাকে অলিম্পিক কমিটি থেকে বার করে দেওয়া হয়েছে।’‌
২০১৯ সাল থেকেই আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনকে নিয়ে সমস্যা তৈরি হয়েছে। সংস্থার প্রশাসন, আর্থিক নীতি, রেফারিং, সংস্থা পরিচালনা এবং বিভিন্ন নৈতিক সমস্যাগুলির জন্য বারবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ক্ষোভ জানিয়ে আসছিল। তা সত্ত্বেও নিজেদের শোধরায়নি আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন। এছাড়া ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার জ্বালানি সংস্থা গ্যাজপ্রোম সঙ্গে স্পনসরশিপ চুক্তির মত অন্যান্য বিষয়গুলি আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের অবস্থানকে আরও জটিল করে তোলে। যার নেতৃত্বে রয়েছে রাশিয়ার ব্যবসায়ী উমর ক্রেমলেভ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!