Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৪, ২০২৩

ঘরে ফিরতেই জয়ের মুখ দেখল চেন্নাই, লখনউ–কে হারাল ১২ রানে

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘরে ফিরতেই জয়ের মুখ দেখল চেন্নাই, লখনউ–কে হারাল ১২ রানে

এই বছরই মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। দলকে ট্রফি দিয়ে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাতে চান ধোনি। কিন্তু প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছে হারতে হয়েছিল। ঘরে ফিরতেই জয়ে ফিরল চেন্নাই। সোমবার চিপকে টানটান উত্তেজনার ম্যাচে ১২ রানে হারাল লখনউ সুপার জায়ান্টসকে। দুরন্ত বোলিং করে চেন্নাইকে জয় এনে দিলেন মইন আলি।প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২১৭/‌৭ রান তুলেছিল চেন্নাই। জবাবে ২০৫/‌৭ রান তোলে লখনউ সুপার জায়ান্টস।
টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। ২৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩১ বলে ৫৭ রান করে  রবি বিষ্ণোইয়ের বলে তিনি আউট হন। ওপেনিং জুটিতে ৯ ওভারে ওঠে ১১০। আগের ম্যাচে ব্যর্থতা কাটিয়ে রানে ফিরলেন ডেভন কনওয়ে। ২৯ বলে ৪৭ রান করে মার্ক উডের বলে তিনি আউট হন। শিবম দুবে (‌১৬ বলে ২৭)‌ ও মইন আলি (‌১৩ বলে ১৯)‌ রান তোলার গতি অব্যাহত রাখেন।
১৫ ওভারে ১৬৪/‌৩ রানে পৌঁছে যায় চেন্নাই। শিবম দুবেকে তুলে নেন রবি বিষ্ণোই। বেন স্টোকস (‌৮)‌ এদিনও ব্যাট হাতে দলকে নির্ভরতা দিতে পারেননি। রবীন্দ্র জাদেজাও (‌৩)‌ ব্যর্থ। ২টি ছক্কার সাহায্যে ৩ বলে ১২ রান করেন ধোনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান তোলে চেন্নাই। ১৪ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন অম্বাতি রায়ুডু। ২৯ রানে  উইকেট নেন রবি বিষ্ণোই। ৪৯ রানে ৩ উইকেট মার্ক উডের।
জয়ের জন্য ২১৮ রানের লক্ষ্য যথেষ্ট কঠিন ছিল লখনউ–র কাছে। দারুণ শুরু করেছিলেন কাইল মেয়ার্স। ২১ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছে যান। ষষ্ঠ ওভারে লখনউ–কে প্রথম ধাক্কা দেন মইন আলি। তৃতীয় বলে তুলে নেন মেয়ার্সকে। ২২ বলে ৫৩ রান করে আউট হন তিনি। মেয়ার্স আউট হওয়ার পরপরই ফেরেন দীপক হুডা (‌২)‌ ও লোকেশ রাহুল (‌১৮ বলে ২০)‌। ক্রূণাল পান্ডিয়াও (‌৯)‌ রান পাননি।
১০ ওভারের মধ্যে ১০৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনউ। মার্কাস স্টয়নিস ও নিকোলাস পুরান জুটি গড়ে তোলার চেষ্টা করছিলেন। স্টয়নিসকে (‌১৮ বলে ২১)‌ তুলে নিয়ে আবার আঘাত হানেন মইন। শেষ দিকে লড়াই জমিয়ে দিয়েছিলেন নিকোলাস পুরান (‌১৮ বলে ৩২)‌, ইমপ্যাক্ট প্লেয়ার আয়ুষ বাদোনি (‌১৮ বলে ২৩)‌ ও কৃষ্ণাপ্পা গৌতম (‌১১ বলে অপরাজিত ১৭)‌। কিন্তু দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। ২০৫/‌৭ রানে থেমে যায় লখনউ। দুরন্ত বোলিং করে ২৬ রানে ৪ উইকেট তুলে নেন মইন।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!