- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২১, ২০২৩
কাজে এল না নাইটদের দুরন্ত বোলিং, জয়ের মুখ দেখল দিল্লি ক্যাপিটালস
চলতি আইপিএলে অবশেষে প্রথম জয়ের মুখ দেখল দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারাল ৪ উইকেটে। টানা ৫ ম্যাচ হারের পর প্রথম জয় দিল্লির। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১২৭ রানে শেষ হয়ে যায় নাইট রাইডার্সের ইনিংস। জবাবে ৪ বল বাকি থাকতে ১২৮/৬ রান তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি।
বৃষ্টির জন্য এদিন অনেক দেরিতে খেলা শুরু হয়। টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠান দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ওভারেই মুকেশ কুমার তুলে নেন লিটন দাসকে। আইপিএলের অভিষেক ম্যাচে ব্যর্থ লিটন। মাত্র ৪ রান করে তিনি আউট হন। চতুর্থ ওভারে ভেঙ্কটেশ আয়ারকে (০) তুলে নেন আনরিখ নর্টিয়ে। ২ ওভার পরেই নাইট অধিনায়ক নীতীশ রানাকে (৪) ফেরান ইশান্ত শর্মা। পরপর মনদীপ সিং (১২) ও রিঙ্কু সিংকে তুলে নিয়ে নাইট রাইডার্সকে আরও চাপে ফেলে দেন অক্ষর প্যাটেল।
৬৪ রানে ৫ উইকেট হারিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাইট রাইডার্স। একা লড়াই করছিলেন জেসন রয়। কুলদীপ যাদবের বলে তিনি আউট হতেই নাইট রাইডার্সের বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায়। ৩৯ বলে ৪৩ রান করে আউট হন জেসন রয়। অনুকূল রায়ও (০) ব্যর্থ। আন্দ্রে রাসেল (৩১ বলে অপরাজিত ৩৮) নাইট রাইডার্সকে ১০০ রানের গন্ডি পার করে দেন। দিল্লির ইশান্ত শর্মা, আনরিখ নর্টিয়ে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ২টি করে উইকেট তুলে নেন।
জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্য একেবারেই কঠিন ছিল না দিল্লির কাছে। ভাল শুরু করেও আবার ব্যর্থ পৃথ্বী শ (১১ বলে ১৩)। বরুণ চক্রবর্তীর বল ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন। মিচেল মার্শ (২), ফিলিপ সল্টও (৫) রান পাননি। ৬৭ রানের মধ্যে ৩ উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। এরপর দলকে টেনে নিয়ে যান অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও মণীশ পান্ডে। ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। মরশুমে এটা তাঁর চতুর্থ হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪১ বলে ৫৭ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হন ওয়ার্নার।
ওয়ার্নার আউট হওয়ার পর দিল্লি ক্যাপিটালসকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মণীশ পান্ডে ও অক্ষর প্যাটেল। ২৩ বলে ২১ রান করে আউট হন মণীশ। আমন খানও (০) দ্রুত ফেরেন। শেষ ওভারে দিল্লির জয়ের জন্য দরকার ছিল ৭ রান। ৪ বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয় দিল্লি। ২২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। দুরন্ত বোলিং করে ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। ১৯ রানে ২ উইকেট অনুকূল রায়ের। ১৭ রানে ২ উইকেট নেন নীতীশ রানা।
❤ Support Us