- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১২, ২০২৩
ক্রিকেটীয় স্পিরিট ভেঙে শাস্তির মুখে পড়তে হল বাটলারকে

ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আচরণবিধি ভেঙে শাস্তির কবলে পড়তে হল রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলারকে। তাঁর ম্যাচ ফি–র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার যশস্বী জয়সওয়ালের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্যক্তিগত শূন্য রানে আউট হন জস বাটলার। এভাবে শূন্য রানে আউট হওয়াটা মেনে নিতে পারেননি রাজস্থান রয়্যালসের এই ইংরেজ ওপেনার। আউট হয়ে সাজঘরে ফেরার পথে ক্ষিপ্ত ছিলেন বাটলার। ডাগ আউটের সামনে গিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। ব্যাট দিয়ে বাউন্ডারি লাইনের রোপকে সজোরে আঘাত করেন। যা ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী।
আইপিএলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আইপিএলের কোড অফ কন্ডাক্ট লঙ্খনের জন্য রাজস্থান রয়্যালস ব্যাটার বাটলারের ম্যাচ ফি–র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএলের নিয়মের ২.২ ধারার লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন বাটলার। আইপিএলের নিয়ম অনুসারে লেভেল ১ অপরাধের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।’
আইপিএলের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে বাটলার তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন। লেভেল ১ অপরাধ সাধারনত ধরা হয় মাঠের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করলে, কটূ কথা বলে বা খারাপ অঙ্গভঙ্গী করলে কিংবা কোনও ক্রিকেটীয় সরঞ্জাম ক্ষতি করলে বা অপব্যবহার করলে। বাটলার ক্ষিপ্ত হয়ে ব্যাট দিয়ে সজোরে মাটিতে আঘাত করেছিলেন। তাই তাঁকে শাস্তির মুখে পড়তে হয়েছে।
❤ Support Us