- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৫, ২০২৩
গুহায় গিয়ে সিংহ শিকার করে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল নাইটরা

একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। প্লে অফের ক্ষীণ স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জেতা ছাড়া রাস্তা ছিল না। মরণবাঁচন ম্যাচে জ্বলে উঠলেন নীতীশ রানারা। তাও আবার কিনা চেন্নাই সুপার কিংসের দুর্গে। যেখানে ধোনি ব্রিগেডকে হারানো মানে সিংহের গুহায় গিয়ে শিকার করার মতো ব্যাপার। চেন্নাইকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪৪/৬ তুলেছিল চেন্নাই। জবাবে ৯ বল বাকি থাকতেই ১৪৭/৪ তুলে ম্যাচ জিতে নেয় নাইট রাইডার্স। নাইটদের জয়ের দুই কারিগর নীতীশ রানা ও রিঙ্কু সিং। তবে ভিতটা গড়ে দিয়েছিলেন স্পিনাররাই। চেন্নাই সুপার কিংসের ইনিংসে ভাঙন ধরিয়েছিলেন রহস্যস্পিনার বরুণ চক্রবর্তী। আর মিডল অর্ডারকে বেঁধে রেখেছিলেন সুনীল নারাইন। এই সুই স্পিনারের দাপটেই বড় রান তুলতে পারেনি চেন্নাই।
চিপকের বাইশ গজ খুব একটা খারাপ ছিল না। একেবারে যে টার্নিং উইকেট, সেকথাও বলা যাবে না। আসলে ‘হারানোর কিছু নেই’, এই মানসিকতা নিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিল নাইট শিবির। এদিন চাপমুক্ত হয়ে বোলিং করেন বরুণ চক্রবর্তী, সুনীল নারাইনরা। দীর্ঘদিন পর আবার চেনা ছন্দে সুনীল নারাইন। ৪ ওভারে ১৫ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। শিবম দুবে (৩৪ বলে অপরাজিত ৪৮) ছাড়া চেন্নাইয়ের আর কোনও ব্যাটার নারাইনদের বিরুদ্ধে দাপট দেখাতে পারেননি। আর শুরুতে কনওয়ে করেছিলেন ২৮ বলে ৩০। শেষদিকে জাদেজা (২০) রুখে না দাঁড়ালে ১৪৪/৬ রানেও পৌঁছতে পারত না চেন্নাই।
চিপকের মন্থর উইকেটে প্রথম ওভারে রহমানুল্লাহ গুরবাজকে (১) হারিয়ে আরও চাপে পড়ে যায় নাইট রাইডার্স। তাঁকে তুলে নেন দীপক চাহার। এক ওভার পরে ভেঙ্কটেশ আয়ারকেও (৪ বলে ৯) ফেরান। পঞ্চম ওভারে আবার ধাক্কা চাহারের। এবার তাঁর শিকার জেসন রয় (১৫ বলে ১২)। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে নাইট রাইডার্স।
এরপর লড়াই শুরু করেন অধিনায়ক নীতীশ রানা ও রিঙ্কু সিং। এই দুই নাইট ব্যাটার চেন্নাই বোলারদের কোনও সুযোগই দেননি। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে ৩৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রিঙ্কু সিং। অন্যদিকে, ৩৮ বলে ৫০ করেন নীতীশ রানা। এই জুটিই নাইটদের জয়ের ভিত গড়ে দেয়। ১৮ তম ওভারের প্রথম বলেই রান আউট হন রিঙ্কু (৪৩ বলে ৫৪)। ৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাইট রাইডার্স। ৪৪ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন নীতীশ রানা। ২৭ রানে ৩ উইকেট নেন দীপক চাহার।
❤ Support Us