Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৪, ২০২৩

লিটনের পরিবর্তে ক্যারিবায়ান তারকা চার্লসকে নিল নাইট রাইডার্স

আরম্ভ ওয়েব ডেস্ক
লিটনের পরিবর্তে ক্যারিবায়ান তারকা চার্লসকে নিল নাইট রাইডার্স

পারিবারিক কারণে কয়েকদিন আগেই দেশে ফিরে গেছেন বাংলাদেশের তারকা লিটন দাস। তাঁর পরিবর্ত হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পরিচিত মুখ জনসন চার্লসকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবারই সরকারিভাবে চার্লসকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। আইপিএলের পক্ষ থেকেও বিবৃতি দিয়ে লিটনের পরিবর্তে হিসেবে জনসন চার্লসকে নেওয়ার কথা জানানো হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের ২০১২ এবং ২০১৬ টি২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন জনসন চার্লস। দেশের হয়ে তিনি ৪১টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৯৭১। গোটা বিশ্বজুড়ে টি২০ ফ্র‌্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে এই ক্যারিবিয়ান ব্যাটারের। ফ্র‌্যাঞ্চাইজি লিগে ২২৪ ম্যাচে তিনি ৫৬০০ রান সংগ্রহ করেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংয়ের ব্যাপারেও দারুণ দক্ষতা রয়েছে জনসন চার্লসের। তাই তাঁকে লিটন দাসের পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট পরিচিত মুখ জনসন চার্লস। শুরু থেকেই ঝড় তোলার ব্যাপারে দারুণ দক্ষ। এই ওপেনার মাসখানেক আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করে তিনি ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিয়েছেন। চার্লস আসায় কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন যে আরও শক্তিশালী হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। একসময় ক্রিস গেইলের সঙ্গে ওপেন করতে নামতেন জনসন চার্লস। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল। শুধু টি২০ ক্রিকেটেই নয়, একদিনের ক্রিকেটেও যথেষ্ট নজর কেড়েছেন এই ক্যারিবিয়ান ওপেনার।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে তারপর রাইট রাইডার্স দলে যোগ দিয়েছিলেন লিটন দাস। ১৪ মে পর্যন্ত তাঁকে আইপিএল খেলার অনুমতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু পারিবারিক কারণে তিনি আগেই দেশে ফিরে যান। আইপিএলে এবছর নাইট রাইডার্সের হয়ে মাত্র একটা ম্যাচ খেলেন লিটন। সেই ম্যাচে ৪ রান করে আউট হন। উইকেটের পেছনেও নিজেকে মেলে ধরতে পারেননি। পরের ম্যাচে বাদ যান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!