Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৩, ২০২৩

আশা শেষ হায়দরাবাদের, জিতে প্লে অফের লড়াই জমিয়ে দিল লখনউ

আরম্ভ ওয়েব ডেস্ক
আশা শেষ হায়দরাবাদের, জিতে প্লে অফের লড়াই জমিয়ে দিল লখনউ

প্লে অফের সম্ভাবনা আরও জোরালো করতে জিততেই হত লখনউ সুপার জায়ান্টসকে। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদের কাছে ছিল মরণবাঁচন ম্যাচ। প্লে অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে গেলে জেতা ছাড়া রাস্তা ছিল না হায়দরাবাদের। মরণবাঁচন ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ হায়দরাবাদ। তাদের ৭ উইকেটে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮২/‌৬ তুলেছিল হায়দরাবাদ। জবাবে ১৯.‌২ ওভারে ১৮৫/‌৩ তু্লে ম্যাচ জিতে নেয় লখনউ।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করাম। তৃতীয় ওভারেই অভিষেক শর্মাকে (‌৫ বলে ৭)‌ তুলে নেন যুধবীর সিং। ষষ্ঠ ওভারে আবার ধাক্কা। রাহুল ত্রিপাঠিকে (‌১৩ বলে ২০)‌ ফেরান যশ ঠাকুর। এরপর আনমোলপ্রীতকে (‌২৭ বলে ৩৬)‌ তুলে নেন অমিত মিশ্র। এরপর হায়দরাবাদকে টানেন মার্করাম ও হেনরিক ক্লাসেন।
১৩ তম ওভারের প্রথম বলেই মার্করামকে (‌২০ বলে ২৮)‌ তুলে নেন ক্রূণাল পান্ডিয়া। ২০ বলে ২৮ রান করে আউট হন মার্করাম। পরে বলেই গ্লেন ফিলিপসকে (‌০)‌ ফেরান। এরপর ক্রিজে নেমে ঝড় তোলেন আব্দুল সামাদ। অন্যপ্রান্তে, হেনকির ক্লাসেনও আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন। এই দুজনের সৌজন্যেই বড় রান তোলে হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ১৮২/‌৬। ২৯ বলে ৪৭ রান করে আউট হন ক্লাসেন। ২৫ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন আব্দুল সামাদ। ২৪ রানে ২ উইকেট নেন ক্রূণাল পান্ডিয়া।
জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি লখনউ সুপার জায়ান্টসের। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ১২ রান ওঠার ফাঁকেই হারাতে হয় কাইল মেয়ার্সের (‌২)‌ উইকেট। প্রাথমিক ধাক্কা সামলে হলকে এগিয়ে নিয়ে যান কুইন্টন ডিকক ও প্রেরক মানকড়। ১৯ বলে ২৯ রান করে মায়াঙ্ক মারকান্ডের বলে আউট হল ডিকক। এরপর লখনউকে টানেন প্রেরক ও মার্কাস স্টয়নিস। দুজনের জুটিতে ওঠে ৭৩ রান। ১৬ ওভারের তৃতীয় বলে স্টয়নিসকে তুলে নিয়ে জুটি ভাঙেন অভিষেক শর্মা। ২৫ বলে ৪০ রান করে আউট হন স্টয়নিস।
স্টয়নিস যখন আউট হন জয়ের জন্য লখনউর ২৭ বলে দরকার ছিল ৫৬ রান। ক্রিজে নেমে ঝড় তুলে দলকে জয় এনে দেন নিকোলাস পুরান। ৪ বল বাকি থাকতে ১৮৫/‌৩ রান তুলে প্লে অফের লড়াইয়ে দারুণভাবে ঢুকে পড়ল লখনউ সুপার জায়ান্টস। ১৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। মারেন ৩টি ৪ ও ৪টি ৬। অন্যদিকে ৪৫ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন প্রেরক মানকড়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!