Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৩, ২০২৩

সেঁটে গেল বাজে বোলারের তকমা !‌ আইপিএলের ইতিহাসে দীর্ঘতম ওভার সিরাজের

আরম্ভ ওয়েব ডেস্ক
সেঁটে গেল বাজে বোলারের তকমা !‌ আইপিএলের ইতিহাসে দীর্ঘতম ওভার সিরাজের

কয়েক মরশুম ধরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিংয়ের মূল স্তম্ভ মহম্মদ সিরাজ। এবছর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও ভাল শুরু করেছিলেন। কিন্তু দিনের শেষে তাঁর গায়ে সেঁটে গেল বাজে বোলারের তকমা। রবিরার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৯ তম ওভারে ১১টি বল করে আইপিএলের ইতিহাসে দীর্ঘতম ওভারের নজির গড়ে ফেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই জোরে বোলার।
রোহিত শর্মাদের বিরুদ্ধে দারুণ শুরু করেছিলেন সিরাজ। নিজের দ্বিতীয় ওভারেই তুলে নিয়েছিলেন ঈশান কিশানকে। প্রথম স্পেলে দুর্দান্ত বোলিং করে ৩ ওভারে মাত্র ৫ রান দিয়েছিলেন। তুলে নিয়েছিলেন ১ উইকেট। কিন্তু ডেথ ওভারে ছন্দ ধরে রাখতে পারেননি। মুম্বই ইন্ডিয়ান্সের ১৯তম ওভারে ব্যাট করছিলেন তিলক ভার্মা। আক্রমণাত্মক মেজাজে থাকা মুম্বইয়ের এই ব্যাটারের সামনে ১৯ তম ওভারে লাইন–লেংথ একেবারে ভুলে যান সিরাজ। ওই ওভারে পাঁচটি ওয়াইডসহ ১১টি বল করেছিলেন। যা আইপিএলের ইতিহাসে দীর্ঘতম ওভার। এই ওভারে সিরাজ ১৬ রান দেন।
১৯ তম ওভারে তাঁর প্রথম বলে কোনও রান হয়নি। দ্বিতীয় বলে এক রান নেন আরশাদ খান। এরপর স্ট্রাইকে আসেন তিলক ভার্মা। ওয়াইড ইয়র্কার দিতে গিয়ে অফ স্টাম্পের বাইরে বল ফেলেছিলেন সিরাজ। ওয়াইড হয়ে যায়। পরের তিনটি বলও তিনি ওয়াইড করেন। সপ্তম বলে দু’‌রান নেন তিলক ভার্মা। অষ্টম বলে বাউন্ডারি হাঁকান। নবম বল আবার ওয়াইড। দশম বলে আবার বাউন্ডারি হাঁকান তিলক ভার্মা। ১১ তম বলে অবশ্য কোনও রান দেননি সিরাজ। ম্যাচ শেষে মহম্মদ সিরাজকে রীতিমতো ট্রোলের মুখে পড়তে হয়েছে।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!