Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৩, ২০২৩

চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ২০০তম মাইলস্টোনের ম্যাচে দলকে জেতাতে ব্যর্থ ধোনি

আরম্ভ ওয়েব ডেস্ক
চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ২০০তম মাইলস্টোনের ম্যাচে দলকে জেতাতে ব্যর্থ ধোনি

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ২০০ তম মাইলস্টোনের ম্যাচ স্মরণীয় করে রাখার সুযোগ ছিল মহেন্দ্র সিং ধোনির কাছে। দলকে জয়ের কাছাকাছি পৌঁছেও দিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। রোমাঞ্জকর ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হারতে হল চেন্নাই সুপার কিংসকে। শেষ ওভারে পরপর দুটি ছক্কা মেরেও দলকে জেতাতে পারেননি ধোনি। প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস ২০ ওভারে তোলে ১৭৫/‌৮। জবাবে চেন্নাই সুপার কিংস তোলে ১৭২/‌৬।
টস জিতে এদিন রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠান ধোনি। দ্বিতীয় ওভারেই যশস্বী জয়সওয়ালকে (‌৮ বলে ১০)‌ তুলে নেন তুষার দেশপান্ডে। এরপর দলকে এগিয়ে নিয়ে যান দেবদত্ত পাড়িক্কল ও জস বাটলার। পাওয়ার প্লে–র ৬ ওভারে রাজস্থান তোলে ৫৭/‌১। নবম ওভারে রবীন্দ্র জাদেজার জোড়া ধাক্কা। তৃতীয় বলে দেবদত্ত পাড়িক্কলকে (‌২৬ বলে ৩৮)‌ তুলে নেন। পঞ্চম বলে ফেরান সঞ্জু স্যামসনকে (‌০)। এরপর বাটলারের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান রবিচন্দ্রন অশ্বিন (‌২২ বলে ৩০)‌। তিনি আকাশ সিংয়ের বলে আউট হন। এক ওভার পরেই জস বাটলারকে তুলে নেন মইন আলি। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫২ রান করে আউট হন বাটলার।
১৯তম ওভারে শেষ বলে ধ্রুব জুরেলকেও (‌৪)‌ তুলে নেন আকাশ সিং। শেষ ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে আউট হন জেসন হোল্ডার (‌০)‌ ও অ্যাডাম জাম্পা (‌১)‌। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭৫/৮ তোলে রাজস্থান রয়্যালস। শেষ দিকে ঝড় তুলে ১৮ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ের। রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত বল করে ২১ রানে ২ উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। আকাশ সিং ও তুষার দেশপান্ডেও দুটি করে উইকেট পান।
জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ধাক্কা খায় চেন্নাই। দুরন্ত ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড়কে তুলে নেন সন্দীপ শর্মা। এরপর চেন্নাইকে এগিয়ে নিয়ে যান ডেভন কনওয়ে ও অজিঙ্কা রাহানে। জুটিতে ওঠে ৬৮ রান। ১৯ বলে ৩১ রান করে অশ্বিনের বলে আউট হন রাহানে। শিবম দুবেকেও (‌৮)‌ ফেরান অশ্বিন। মইন আলিও (‌৭)‌ এদিন দলকে নির্ভরতা দিতে পারেননি।
চেন্নাই তাকিয়ে ছিল ডেভন কনওয়ের দিকে। ১৫ তম ওভারে অম্বাতি রায়ুডু (‌১)‌ ও কনওয়েকে তুলে নিয়ে চেন্নাইকে চাপে ফেলে দেন যুজবেন্দ্র চাহাল। ৩৮ বলে ৫০ রান করে আউট হন কনওয়ে। শেষ ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য দরকার ছিল ২১ রান। দ্বিতীয় ও তৃতীয় বলে দুটি ছক্কা মেরে দলকে জয়ের কাছে পৌঁছে দেন ধোনি। শেষ বলে দরকার ছিল ৫ রান। সন্দীপ শর্মার ইয়র্কারে ১ রানের বেশি নিতে পারেননি ধোনি।  শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭২/‌৬ তোলে চেন্নাই। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন ধোনি। ১৫ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন জাদেজা। অশ্বিন ও চাহাল ২টি করে উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!