- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৭, ২০২৩
মুম্বইকে ৬২ রানে হারিয়ে ফাইনালে ধোনির চেন্নাইয়ের সামনে গুজরাট টাইটান্স

দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠল গুজরাট টাইটান্স। আবির্ভাবেই পরপর ২ বার ফাইনালে উঠে নজির গড়ল হার্দিক পান্ডিয়ার দল। রবিবার ফাইনালে গুজরাট টাইটান্সের সামনে ধোনির চেন্নাই সুপার কিংস। শুভমান গিলের দুরন্ত সেঞ্চুরিই ফাইনালের ছাড়পত্র এনে দিল গুজরাটকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে গুজরাট তোলে ২৩৩/৩। জবাবে ১৮.২ ওভারে ১৭১ রানে শেষ মুম্বই।
টস জিতে এদিন গুজরাট টাইটান্সকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। ওপেনিং জুটিতে ৫৪ রান তোলে গুজরাট। সপ্তম ওভারে ঋদ্ধিমানকে (১৬ বলে ১৮) তুলে নেন পীযূষ চাওলা। ঋদ্ধিমান আউট হওয়ার পর বিধ্বংসী হয়ে ওঠেন শুভমান। ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। চলতি আইপিএলে তৃতীয় সেঞ্চুরি। শুভমান ও সাই সুদর্শনের জুটিতে ৬৪ বলে ওঠে ১৩৮ রান। এর মধ্যে শুভমানের একারই ৯৫। শেষ ৬০ বলে ১২৯ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন শুভমান। তাঁর ইনিংসে রয়েছে ১০টি ৬, ৭টি ৪। ১৯২ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে গুজরাট টাইটান্সের। এরপর ৩১ বলে ৪৩ রান করে অবসৃত হন সাই সুদর্শন। শেষ পর্যন্ত ২০ ওভারে ২৩৩/৩ তোলে গুজরাট। ১৩ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।
কিপিং করার সময় চোট পাওয়ায় ঈশান কিশান ব্যাট করতে পারেননি। রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন নেহাল ওয়াধেরা। কিন্তু তিনি ব্যর্থ হন। প্রথম ওভরেই নেহালকে (৪) তুলে নেন মহম্মদ সামি। এক ওভার পরে রোহিতকেও (৮) ফেরান তিনি। ২১ রানে ২ উইকেট হারায় মুম্বই। তবুও রানের গতি কমেনি। এরপরই চোট পেয়ে মাঠ ছাড়ের ক্যামেরন গ্রিন। রোহিত আউট হওয়ার পর ক্রিজে নেমে ঝড় তোলেন তিলক ভার্মা। ৫.৫ ওভারে ৭২ রানে পৌঁছে যায় মুম্বই।
পাওয়ার প্লে–র ওভারের শেষ বলে আবার ধাক্কা। ভয়ঙ্কর হয়ে ওঠা তিলক ভার্মাকে (১৪ বলে ৪৩) তুলে নেন রশিদ খান। এরপর আবার ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন। ৯.২ ওভারে ১০০ রানে পৌঁছে যায় মুম্বই। দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে গ্রিনকে (২০ বলে ৩০) ফেরান জোসুয়া লিটল। এরপর ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। শেষ পর্যন্ত ৩৮ বলে ৬১ রান করে মোহিত শর্মার বলে তিনি বোল্ড হন। একই সঙ্গে মুম্বইয়ের ফাইনালে ওঠার স্বপ্নও শেষ হয়ে যায়। বিষ্ণু বিনোদ (২), টিম ডেভিড (২), ক্রিস জর্ডানরা (২) রান পাননি। ১৭১ রানে গুটিয়ে যায় মুম্বই। মুম্বইয়ের লোয়ার অর্ডারে ধস নামান মোহিত শর্মা (৪/৯)। ২টি করে উইকেট নেন মহম্মদ সামি ও রশিদ খান।
❤ Support Us