- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২০, ২০২৩
পাঞ্জাবকে ৪ উইকেটে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল রাজস্থান

জমে উঠেছে আইপিএলে প্লে অফের লড়াই। ১৮ পয়েন্ট পেয়ে প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছে গেছে গুজরাট টাইটান্স। বাকি ৩টি জায়গার জন্য লড়াই ৫ দলের। পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এলেন সঞ্জু স্যামসনরা। পাশাপাশি কার্যত শেষ হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের প্লে অফের স্বপ্ন। চাপে পড়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্সও।
টস জিতে এদিন পাঞ্জাব কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। শুরুতে বিপর্যয় পাঞ্জাব কিংসের। দ্বিতীয় বলেই প্রভসিমরন সিংকে (২) তুলে নেন ট্রেন্ট বোল্ট। পরপর অথর্ব তাইডে (১২ বলে ১৯), শিখর ধাওয়ান (১২ বলে ১৭) ও লিয়াম লিভিংস্টোনকে (১৩ বলে ৯) হারিয়ে চাপে পড়ে যায় পাঞ্জাব। পরিস্থিতি সামাল দেন জিতেশ শর্মা ও সাম কারেন। এই জুটিই টেনে নিয়ে যায় পাঞ্জাবকে।
১৩.৫ ওভারে ১১৪ রানের মাথায় আউট হন জিতেশ। ২৮ বলে ৪৪ রান করেন তিনি। জিতেশ আউট হওয়ার পর শেষ দিকে ঝড় তুলে পাঞ্জাবকে বড় রানে পৌঁছে দেন সাম কারেন ও শাহরুখ খান। নির্ধারিত ২০ ওভারে তোলে ১৮৭/৫। ৩১ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন কারেন। অনদিকে, শাহরুখ খান ২৩ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। পাঞ্জাবের হয়ে নভদীপ সাইনি ৪০ রানে ৩ উইকেট নেন।
জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই জস বাটলারকে (০) হারায় রাজস্থান। এরপর আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যান যশস্বী জয়সওয়াল ও দেবদত্ত পাড়িক্কল। দশম ওভারের পঞ্চম বলে আউট হন পাড়িক্কল। ৩০ বলে তিনি করেন ৫১। সঞ্জু স্যামসন (২) গুরুত্বপূর্ণ ম্যাচেও জ্বলে উঠতে পারলেন না।
সঞ্চু আউট হওয়ার পর রাজস্থানকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান যশস্বী ও সিমরন হেটমায়ার। ১৩৭ রানের মাথায় আউট হন যশস্বী। ৩৬ বলে তিনি করেন ৫০। ১২ বলে ২০ রান করে আউট হন রিয়ান পরাগ। তিনি আউট হওয়ার পর রাজস্থানকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেন হেটমায়ার (২৮ বলে ৪৬)। ২ বল বাকি থাকতে ১৮৯/৬ তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।
❤ Support Us