- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৩, ২০২৩
বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন
এবছর আইপিএলে দারুণ শুরু করেছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচেই তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদকে ৭২ রানে উড়িয়ে রোমাঞ্চকর যাত্রা শুরু করেছে। দলের জয়ের পাশাপাশি ব্যাট হাতে সফল রাজস্থান অধিনায়ক। ৩২ বলে ৫৫ রানের দুরন্ত ইনিংস খেলেছেন তিনি। আর এদিনই তিনি ছাপিয়ে গেলেন বিরাট কোহলির রেকর্ড।
এতদিন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সবথেকে বেশি রান করার কৃতিত্ব ছিল বিরাট কোহলির। আইপিএল এর ইতিহাসে তিনি ছিলেন প্রথম ক্রিকেটার, যিনি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬০০ রান করেছিলেন। রবিবার ৫৫ রান করার সঙ্গে সঙ্গে বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন। সঞ্জু স্যামসন হলেন প্রথম ক্রিকেটার যিনি সানরাইজার্সের বিরুদ্ধে ৭০০ বেশি রান করলেন।
রবিবার টস দিতে রাজস্থান রয়্যালসকে প্রথমে ব্যাট করতে পাঠান সানরাইজার্স হায়দরাবাদের ভারপ্রাপ্ত অধিনায়ক ভুবনেশ্বর কুমার। শুরু থেকেই দাপট দেখিয়ে বড় রানের ইনিংস গড়েছিল রাজস্থান রয়্যালস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান তোলে তারা। জস বাটলার ২২ বলে করেন ৫৪। যশস্বী জয়সোয়াল ৩৭ বলে করেন ৫৪। স্যামসন ৩২ বলে করেন ৫৫। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের পরে সানরাইজার্স হায়দরাবাদ। এক সময় ৫২ রানে ৬ উইকেট হারায় সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩১ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। যুজবেন্দ্র চাহাল ১৭ রানে ৪ উইকেট নেন।
❤ Support Us