Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৪, ২০২৩

বড় ধাক্কা নাইট রাইডার্সের, আইপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব আল হাসান

আরম্ভ ওয়েব ডেস্ক
বড় ধাক্কা নাইট রাইডার্সের, আইপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব আল হাসান

বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তার আগেই দুঃসংবাদ নাইট রাইডার্সের কাছে। আইপিএল থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দেশের হয়ে খেলা এবং ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

এবছর সাকিবের আইপিএল খেলা নিয়ে বেশ কয়েকদিন ধরে টালবাহানা চলছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছিল, দেশের খেলা শেষ না হলে কোনও ক্রিকেটারকে আইপিএল খেলার জন্য ছাড়া হবে না। সাকিব আল হাসান ও লিটন দাস বাংলাদেশ টেস্ট দলে রয়েছেন। মঙ্গলবার থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, চোট না থাকলে সাকিব ও লিটনকে দেশের হয়ে খেলতে হবে।

এই দুই ক্রিকেটার অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানিয়েছিলেন তাঁদের দলে না রাখার জন্য। কিন্তু বোর্ড এই ২ ক্রিকেটারের অনুরোধ রাখেনি। শুধু ঘরের মাঠের টেস্টই নয়, মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেই সফরেও সাকিব ও লিটনকে দেশের হয়ে খেলতে হবে। তাই এই দুই ক্রিকেটারকে পুরো আইপিএলে পাবে না নাইট রাইডার্স।

আইপিএল থেকে সরে দাঁড়ানোর কথা সাকিব রবিবারই নাইট রাইডার্স শিবিরকে জানিয়ে দিয়েছিলেন। তিনি নাইট টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন দেশের হয়ে খেলা এবং ব্যক্তিগত কারণেই তিনি আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন। সাকিব জানিয়েছেন, ইংল্যান্ডে তাঁর পরিবার থাকে। তিনি দেশের হয়ে খেলা শেষ করেই পরিবারের কাছে উড়ে যাবেন। সেখান থেকে দেশে ফিরে মে মাসের প্রথম সপ্তাহে আয়ারল্যান্ডে সফরে যাবেন। মে মাসের ৯, ১২ ও ১৪ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। সাকিব সরে দাঁড়ানোর পর এখন লিটন দাস কি করেন সেটাই দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!