- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৩, ২০২২
আইপিলে এবার হেড কোচের ভূমিকায় দেখা যাবে ব্রায়ান লারাকে
২০২৩ আইপিএলে তাঁকে হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে সানরাইজার্স হায়দরাবাদ

সামনের বছর আইপিএলে এবার হেড কোচের ভূমিকায় দেখা যাবে ব্রায়ান চার্লস লারাকে। ২০২৩ আইপিএলে তাঁকে হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। অস্ট্রেলিয়ার টম মুডিকে সরিয়ে ব্রায়ান লারাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও সানরাইজার্স হায়দরাবাদের সাপোর্ট স্টাফের দায়িত্বে এই প্রথম নন লারা। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদের স্ট্র্যাটেজিক পরামর্শদাতা ও ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন।
২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব নেন টম মুডি। সেই সময় হেড কোচ ছিলেন ট্রেভর বেইলিস। খারাপ পারফরমেন্সের জন্য সানরাইজার্সের হেড কোচের পদ থেকে তিনি সরে দাঁড়ান। সেবার পয়েন্ট তালিকা সবার শেষে ছিল সানরাইজার্স। এরপরই টম মুডিকে হেড কোচের দায়িত্ব দেন সানরাইজার্স কর্তারা। কর্তাদের সঙ্গে আলোচনায় দুই পক্ষের বিচ্ছেদ হয়েছে। সামনের বছর জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহিতে ৬ দলকে নিয়ে শুরু হচ্ছে নতুন টি২০ লিগ। সেই লিগে ডেজার্ট ভাইপার্সল দলের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন মুডি। এখন দেখার নতুন হেড কোচ ব্রায়ান লারার হাত ধরে আগামী মরশুমে ঘুরে দাঁড়াতে পারে কিনা সানরাইজার্স হায়দরাবাদ।
❤ Support Us