- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৩, ২০২৩
গুজরাটকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

লিগ টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে ২৭ রানে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২১৮/৫ তোলে মুম্বই। জবাবে ২০ ওভারে ১৯১/৮ রান তোলে গুজরাট। দুরন্ত সেঞ্চুরি করে মুম্বইয়ের জয়ের ভিত গড়ে দেন সূর্যকুমার যাদব। ৪৩ বলে ১০৩ রান করে তিনি অপরাজিত থাকেন। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এল মুম্বই।
এদিন টস জিতে মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠান হার্দিক পান্ডিয়া। দারুণ শুরু করেছিলেন মুম্বইয়ের দুই ওপেনার ঈশান কিশান ও সূর্যকুমার যাদব। পাওয়ার প্লে–র ৬ ওভারে ৬১ রান তুলে ফেলে মুম্বই। সপ্তম ওভারের প্রথম বলেই রোহিতকে (১৮ বলে ২৯) তুলে নেন রশিদ খান। শেষ বলে ফেরান ঈশান কিশানকেও (২০ বলে ৩১)। নেহাল ওয়াধেরা (৭ বলে ১৫) ভাল শুরু করেও বড় রানের ইনিংস খেলতে পারেননি। ৯ ওভারের মধ্যে ৮৮ রানে ৩ উইকেট হারায় মুম্বই।
এরপর দলকে টেনে নিয়ে যান সুর্যকুমার যাদব ও বিষ্ণু বিনোদ। দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন সূর্যকুমার। প্রথম একাদশে ঢোকা বিষ্ণু বিনোদও দারুণভাবে সুযোগ কাজে লাগান। দুজনের জুটিতে ওঠে ৬৫। ২০ বলে ৩০ রান করে মোহিত শর্মার বলে আউট হন বিষ্ণু। টিম ডেভিড (৩ বলে ৫) রান পাননি। শেষ দিকে ঝড় তোলেন সূর্যকুমার যাদব। ৩২ বলে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। পরের ৫০ করেন মাত্র ১৭ বলে। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে তিনি সেঞ্চুরি পূর্ণ করেন। আলজেরি জোসেফের ওই ওভারে আরও একটা ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ২০ ওভারে ২১৮/৫ তোলে মুম্বই। ৪৯ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। ৩০ রানে ৪ উইকেট নেন রশিদ খান।
জয়ের জন্য ২১৯ রানে লক্ষ্য যথেষ্ট কঠিন ছিল গুজরাট টাইটান্সের কাছে। এদিন ওপেনিং জুটিও ব্যর্থ। দ্বিতীয় ওভারেই ঋদ্ধিমান সাহাকে (২) তুলে নেন আকাশ মাধওয়াল। তৃতীয় ওভারে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (৪) তুলে নেন জেসন বেহেরনডর্ফ। তবে গুজরাটকে সবথেকে বড় ধাক্কা দেন আকাশ মাধওয়াল। ফর্মে থাকা শুভমান গিলের (৬) স্টাম্প ছিটকে দিয়ে।
২৬ রানে ৩ উইকেট হারানোর পর বিজয় শঙ্কর (১৪ বলে ২৯) পাল্টা আক্রমণ শানানোর চেষ্টা করেছিলেন। তাঁকে বোল্ট করে গুজরাটের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন পীযূশ চাওলা। মিডল অর্ডারে ডেভিড মিলার (২৬ বলে ৪১) কিছুটা লড়াই করেন। তিনিও আকাশ মাধওয়ালের শিকার। শেষদিকে দুরন্ত ব্যাটিং করে লড়াই জমিয়ে দিয়েছিলেন রশিদ খান। কিন্তু তাংর প্রয়াস কাজে লাগেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৯১/৮ তোলে গুজরাট। ৩২ বলে অপরাজিত ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলেন রশিদ খান। ৩১ রানে ৩ উইকেট নেন আকাশ মাধওয়াল। ২টি করে উইকেট নেন পীযূশ চাওলা ও কুমার কার্তিকেয়া।
❤ Support Us