Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৪, ২০২৪

বিশাল অঙ্কের জরিমানার মুখে পড়তে হল ঋষভ পন্থকে

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশাল অঙ্কের জরিমানার মুখে পড়তে হল ঋষভ পন্থকে

একেই বলে মরার ওপর খাঁড়ার ঘা। একই কলকাতা নাইট রাইডার্সের কাছে পর্যুদস্ত হতে হয়েছে ১০৬ রানে। হারের রেশ কাটার আগেই আরও একটা দুঃসংবাদ দিল্লি ক্যাপিটালসের। মন্থর বোলিংয়ের জন্য বিশাল অঙ্কের জরিমানার মুখে পড়তে হল দিল্লির অধিনায়ক ঋষভ পন্থকে। শুধু ঋষভেই নয়, ইমপ্যাক্ট প্লেয়ার অভিষেক পোড়েলসহ প্রথম একাদশের সব ক্রিকেটারকেই জরিমানা দিতে হবে।
বুধবার বিশাখাপত্তনমে কলকাতা নাইট রাউডার্সের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো ওভার বোলিং করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএলে এটা তাদের দ্বিতীয় অপরাধ। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও মন্থর ওভার বোলিংয়ের জন্য শাস্তির কবলে পড়তে হয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দ্বিতীয় অপরাধ হওয়ায় জরিমানার পরিমান দ্বিগুন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘‌বিশাখাপত্তনমে ডক্টর ওয়াইএস রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে জরিমানা করা হয়েছে।’‌
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‌যেহেতু আইপিএলের ন্যূনতম ওভার রেট অপরাধের সাথে সম্পর্কিত আচরণবিধির অধীনে এটা তার দলের মরশুমে দ্বিতীয় অপরাধ ছিল, তাই ঋষভকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ার সহ প্লেয়িং ইলেভেনের বাকি সদস্যদের প্রত্যেককে আলাদাভাবে জরিমানা করা হয়েছে। ৬ লক্ষ কিংবা তাদের নিজ নিজ ম্যাচ ফি–এর ২৫ শতাংশ, যেটা কম হবে, সেই পরিমান জরিমানা দিতে হবে।’‌ এই মাঠেই আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য ঋষভ পন্থকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!